টুকরো খবর |
রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী কাল আসছেন শহরে |
বিজ্ঞান কংগ্রেসের শতবর্ষের অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কাল, বুধবার কলকাতায় আসছেন। দু’জনেই মহানগরে রাত কাটাবেন। রাষ্ট্রপতি থাকবেন রাজভবনে আর প্রধানমন্ত্রী ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে। মহাকরণ সূত্রের খবর, প্রণববাবু বুধবার রাত ৮টায় বিমানবন্দরে নেমে রাজভবনে যাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রেসকোর্সের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে গাড়িতে তাঁর সল্টলেক স্টেডিয়ামে বিজ্ঞান কংগ্রেসে পৌঁছনোর কথা। বেলা ১টা ১০ মিনিটে তিনি দিল্লি রওনা দেবেন। প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যা ৭টায় বিশেষ বিমানে কলকাতায় এসে সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি হোটেলে চলে যাবেন। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিট নাগাদ তিনি পৌঁছবেন স্টেডিয়ামে। বিজ্ঞান কংগ্রেসে বেলা পৌনে ১টা পর্যন্ত থেকে ১টা ২৫ মিনিটে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
|
বিদ্যুৎ বিভ্রাটে দায় চিহ্নিত |
বিধানসভায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় পূর্ত দফতরের এক আধিকারিকের গাফিলতির দিকে আঙুল তুলল তদন্ত রিপোর্ট। বিধানসভার ভারপ্রাপ্ত বিশেষ সচিবের রিপোর্ট সোমবার জমা পড়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। যথাসময়ে রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে বলে স্পিকার জানিয়েছেন। তবে পরিষদীয় সূত্রের খবর, অধিবেশন চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় সংশ্লিষ্ট এক আধিকারিকের কর্তব্যে গাফিলতিকেই দায়ী করা হয়েছে রিপোর্টে। দায় নির্দিষ্ট করার পরে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। একই সঙ্গে অধিবেশন কক্ষে বিধায়কদের সংঘর্ষের সময় নিরাপত্তারক্ষীদের ভূমিকাও তদন্তে খতিয়ে দেখতে বলা হয়েছিল। তবে সেই বিষয়ে রিপোর্টে তেমন নির্দিষ্ট করে কিছু বলা হয়নি বলেই পরিষদীয় সূত্রের ইঙ্গিত। পরিষদীয় কর্তৃপক্ষের ঘরোয়া বোঝাপড়াতেই বিষয়টি মিটিয়ে নেওয়া হতে পারে।
|
বন্দরে নতুন চেয়ারম্যান |
কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান হচ্ছেন রাজপাল সিংহ কাহালোঁ। এই ব্যাপারে সোমবার জাহাজ মন্ত্রকের আদেশনামা বন্দরে পৌঁছেছে। কাহালোঁ এখন রাজ্যের পরিবেশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব। এত দিন কলকাতা বন্দরের কার্যভার সামলাচ্ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান মণীশ জৈন। বন্দরের খবর, দায়িত্ব নিয়েই নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে কাহালোঁকে। এবিজি-বিতর্কের পরে বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে আবার গতি আনাটাই সব চেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কাহালোঁ এ দিন বলেন, “মঙ্গলবার দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে কাজে নামব।” বন্দরের স্বার্থে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
|
সিইও-র দ্বারস্থ বাম নেতারা |
সন্ত্রাসের ফলে ঘরছাড়া মানুষের নাম যাতে ভোটার তালিকায় বাদ না যায়, তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকের দ্বারস্থ হল বামেরা। সোমবার সিপিএম নেতা রবীন দেব রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক (সিইও) সুনীল গুপ্তের সঙ্গে দেখা করে বলেন, রাজ্যের ৪৯টি বিধানসভা কেন্দ্র সন্ত্রাস কবলিত। বহু মানুষ এখনও ঘরছাড়া। ভোটার তালিকায় ঘরছাড়া মানুষদের নাম যাতে বাদ না যায়, তারজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সিইও এ ব্যাপারে রবীনবাবুকে আশ্বস্ত করেছেন। আগামী ৫ জানুয়ারি রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। রবীনবাবুর দাবি, তালিকা যাতে ত্রুটিমুক্ত হয়, তার জন্য নির্বাচন কমিশন আরও সময় নিতে পারে। কিন্তু কোনও ভাবেই তালিকা থেকে একতরফা কারও নাম বাদ দেওয়া যাবে না।
|
চারটি অপমৃত্যু |
এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। সোমবার, যাদবপুরের রামকৃষ্ণপল্লির একটি বাড়ি থেকে। পুলিশ জানায়, প্রদীপ দাস (২৫) নামে ওই যুবকের ঘর থেকে সুইসাইড নোট মিলেছে। পুলিশের অনুমান, হতাশার জেরে আত্মহত্যা করেন প্রদীপ। এ দিনই, সল্টলেকের একটি আবাসনে এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ মেলে। মৃতার নাম প্রীতিকণা চৌধুরী (৬০)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। অন্য দিকে, রবিবার শহরে দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। জোড়াবাগানের টেগোর ক্যাসল স্ট্রিটের এক বাড়ির শৌচাগার থেকে পঙ্কজ গুপ্ত (২১) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাতে চিৎপুরের বঙ্গ সেন লেনে শ্যাম চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ। আরজিকরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, অতিরিক্ত নেশা করার জন্য হৃদ্রোগে আক্রান্ত হয়েই শ্যামবাবুর মৃত্যু হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু |
বর্ষবরণের রাতে হরিদেবপুরে ট্রাকের পিছনে ধাক্কা মেরে প্রাণ হারিয়েছেন এক মোটরবাইক চালক। আহত হন তাঁর সঙ্গিনী। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বনাথ রায় (২৮)। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্বনাথ সেখানেই মারা যান। মোটরবাইকে আরও এক জন ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে দুর্ঘটনার পরে তাঁর সন্ধান মেলেনি।” |
গুদামে আগুন |
একটি বেসরকারি নির্মাণ সংস্থার গুদামে পরিত্যক্ত মালপত্রের স্তূপে আগুন লাগল। সোমবার, হেস্টিংস থানা এলাকায়। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি আয়ত্তে আনে। পুলিশ জানায়, গুদামের শেষ প্রান্তে কয়েক জন কর্মীর অস্থায়ী ঘর এবং বিভিন্ন পরিত্যক্ত জিনিস মজুত ছিল। আগুনে অস্থায়ী ঘর-সহ মালপত্রগুলি ভস্মীভূত হয়ে যায়। আগুনের কারণ জানা যায়নি। |
অভিযুক্ত যুবক |
হাজরা রোডে পুলিশের একটি কিয়স্কের কাচ ভাঙার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, সুরজিৎ মুখোপাধ্যায় (৩২) নামে ওই যুবক মহিম হালদার স্ট্রিটের বাসিন্দা। সোমবার দুপুরে তিনি হাতুড়ি দিয়ে ওই কিয়স্কের কাচ ভাঙলে পুলিশকর্মী ও স্থানীয়েরাই তাঁকে পাকড়াও করে কালীঘাট থানায় খবর দেন। পরিবার সূত্রে খবর, তিনি মানসিক ভারসাম্যহীন। পাভলভ মানসিক হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। পুলিশ এ দিন ফের তাঁকে ওই হাসপাতালে ভর্তি করিয়েছে। |
গ্রেফতার দুষ্কৃতী |
নারকেলডাঙা থেকে রবিবার এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম টাকলা আলম। তার বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক অপরাধের মামলা রয়েছে। |
|