টুকরো খবর
স্কুলভোটে হার চলছে তৃণমূলের, ফল ৭-৪
এলাকায় তাদের সংগঠনের জোর বেশি। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নুরে আলম চৌধুরী জয়ী হয়েছিলেন তাদেরই সমর্থনে। মুরারই বিধানসভাকেন্দ্র এলাকায় স্কুল নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীদের জয় সেটাই প্রমাণ করছে। এমনটাই মত কংগ্রেসের। কারণ, রবিবার মুরারইয়ে ৪টি স্কুলে ভোট হয়। তার মধ্যে মুরারই অক্ষয়কুমার ইন্সস্টিটিউশন, ডুরিয়া একরাম আলি হাইস্কুলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। এই তিনটি স্কলেই অভিভাবক প্রতিনিধির ৬টি আসনেই জিতেছেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। মুরারই থানায় বড়ুয়া গোপালপুর হাইস্কুলে ৩টি পায় কংগ্রেস, ১টি তৃণমূল ও ২টি বামপন্থী প্রগতিশীল মোর্চা। তবে নন্দীগ্রাম হাইস্কুলে কংগ্রেস, তৃণমূল ও বামপন্থী প্রগতিশীল ২টি করে আসন পায়। জে লা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রশিদ বলেন, “রাজ্যবাসী ভুল করে এক জনকে মুখ্যমন্ত্রী করেছেন। মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। তাই বিধানসভা নির্বাচনের পরে স্কুলভোটে কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম জিতছে।” তাঁর দাবি, “যেখানে তৃণমূল জিতছে, হয় জোর করে বা ভয় দেখিয়ে।” যদিও জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের এই ফলাফল পর্যালোচনা করে দেখব।” ওই দিনই বোলপুর হাইস্কুল ৬-০ ফলে ও নানুর থানার কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুলে ৬-১ ফলে জয়ী হয় তৃণমূল। অন্য দিকে, সিউড়ি মহকুমার সাঁইথিয়া হাইস্কুলে ৬-০, দেবেশ্বরতলা জুনিয়র হাইস্কুলে ২-১ ফলে জয়ী হয় কংগ্রেস এবং সাঁইথিয়ার বড়সিজা হাইস্কুলে ৪-২ ফলে জয়ী হয় বামপন্থী। অন্য দিকে, খয়রাশোলের গোপালপুর উচ্চ বিদ্যালয়ে বাম প্রগতিশীল জোট ৪-২ ফলে জয়ী হয়। দুবরাজপুরের গাঁড়া পদুমা উচ্চ বিদ্যালয় ও বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ে জয়ী হয়েছে তৃণমূল। রাজনগরের তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ে তৃণমূল এবং বাম প্রগতিশীল জোটের ‘টাই’ হয়েছে। দু’পক্ষই তিনটি করে আসন পেয়েছে।

মারধরের অভিযোগ
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ভুয়ো ভোটার জড়ো করা, সংগঠনের নেতা ও এজেন্টদের মারধর করার অভিযোগ তুলল সিপিএম। রবিবার সাংবাদিক বৈঠকে সিপিএমের বোলপুর জোনাল কমিটির সম্পাদক উৎপল রুদ্র অভিযোগ করেন, “পুলিশ ও প্রশাসনের মদতে তৃণমূল বোলপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে ভুয়ো ভোটার জড়ো করে ভোট দিয়েছে এবং আমাদের এজেন্ট-সহ তিন জন জখম হয়েছেন। মহকুমাশাসক ও জেলাশাসককে জানিয়েছি।” তাঁর দাবি, “আমাদের অভিযোগ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং প্রিজাইভিং অফিসার নিতে চাননি।” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু অবশ্য বলেন, “সুষ্ঠু ভাবে নির্বাচন হয়েছে। বিশৃঙ্খলা এড়ানোর জন্য পুলিশ মোতায়েন ছিল। বাইরে কী হচ্ছে, তা আমার পক্ষে জানা সম্ভব নয়। তা ছাড়া, আমার এক্তিয়ারের মধ্যে বিষয়টি পড়ে না।” বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “অভিযোগ হাতে পাইনি, কী বিশৃঙ্খলা হয়েছে খোঁজ নিয়ে দেখছি।” অন্য দিকে, অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সহ-সভাপতি বিকাশ রায়চৌধুরী বলেন, “আমাদের জয় সুনিশ্চিত হওয়ায় সিপিএম মিথ্যে বলছে।”

বিষাক্ত ফল খেয়ে অসুস্থ
গাছের বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ময়ূরেশ্বর থানার মল্লারপুর বাউড়ি পাড়ার ৫ জন শিশু। প্রত্যেকের বয়স ৩-৬ বছরের মধ্যে। সোমবার বেলা ১১টা নাগাদ পাড়ার একটি জঙ্গলের কাছে বাদাম ভেবে তারা ফল খায়। তার পরেই তারা অসুস্থ হয়ে পড়ে। এক শিশুর মা রাখিদেবী বলেন, “বাড়িতে এসে ছেলে বমি করতে লাগল। জিজ্ঞাসা করতেই বলে, ফল খেয়েছে। অসুস্থ হয়ে পড়লে মল্লারপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই।” স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বিকেলের দিকে ৫ জন আসে। এক জনকে ছেড়ে দেওয়া হয়।

শিল্প-মেলা

ষোড়শ বক্রেশ্বর তাপবিদ্যুৎ গ্রামীণ ও শিল্প মেলার উদ্বোধন হল সোমবার। বক্রেশ্বর তাপবিদ্যুৎকেন্দ্র আয়োজিত এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন স্টল ছাড়াও সংস্কৃতিক মঞ্চে হবে নানান অনুষ্ঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.