দ্বন্দ্ব থামাতে উদ্যোগী সিরিয়ার প্রশাসন
সংবাদসংস্থা • দামাস্কাস |
সিরিয়ায় ২১ মাস ধরে চলতে থাকা সংঘর্ষ থামাতে উদ্যোগী হয়েছে দেশের প্রশাসন। যে কোনও রকমের আলোচনাকে স্বাগত জানিয়েছেন শান্তিদূত লাখদার ব্রাহিমি। দেশের প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালাকি বলেন, “শান্তিপূর্ণ ভাবে আলোচনার মাধ্যমে আমাদের এই সংঘর্ষ থামাতে হবে। দেশের নাগরিকরাই এ কাজ করতে পারেন। অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি শক্তির মধ্যস্ততা বন্ধ করতে হবে।” প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে চলা বিক্ষোভে প্রায় ৪৫ হাজার মানুষ নিহত হয়েছেন এই কথার উপর তিনি বেশি জোর দেন। রবিবার ব্রাহিমি জানান, তিনি যুদ্ধবিরতির কথা ভাবছিলেন। কিন্তু বিরোধীরা জানান, আসাদের অপসারণের পরই তারা আলোচনায় বসতে রাজি হবে। |
যমজ পৃথিবী
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
২০১৩তেই খোঁজ মিলবে যমজ পৃথিবীর, দাবি পুয়ের্তো রিকোর বিজ্ঞানীদের। এর আগেও বহু পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান দিয়েছিলেন বিজ্ঞানীরা। সেই গ্রহগুলির আয়তন, আবহাওয়া, পরিবেশ অনেকটাই মেলে পৃথিবীর সঙ্গে। কিন্তু সেগুলি মনুষ্য বাসের উপযোগী ছিল কি না তা নিয়ে ধন্দে ছিলেন বিজ্ঞানীরা। কিন্তু তাঁদের আশা, ২০১৩তেই তাঁরা সন্ধান দিতে পারবেন নতুন এক গ্রহের। পৃথিবীর পরিবর্ত হিসেবে যাকে বেছে নিতে পারে মনুষ্যজাতি। |
চাভেস অসুস্থ, চিন্তিত তাঁর দেশ
সংবাদসংস্থা • কারাকাস |
ক্যানসার অস্ত্রোপচারের পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেসের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে বলে জানিয়েছে দেশের সরকার। ফলে রাজনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে ভেনিজুয়েলা। অস্ত্রোপচারের ফলে তাঁর শ্বাসযন্ত্রের পুরনো সংক্রমণ আবারও মাথা চারা দিয়ে উঠেছে বলে জানালেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। |
খুশি ভিক্টোরিয়া
সংবাদসংস্থা • লন্ডন |
নতুন পেশার অগ্রগতি নিয়ে খুবই খুশি গায়িকা-ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম। তিনি জানান, এই বছরটা অসাধারণ ছিল। তিনি ও তাঁর দল নতুন সংগ্রহের জন্য পরিশ্রম করেছিলেন। নভেম্বরে ‘ওমেনসওয়্যার ডিজাইনার অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়ে তিনি খুবই আনন্দিত। অলিম্পিকসের সমাপ্তি অনুষ্ঠানে স্পাইস গার্লস সদস্যদের সঙ্গে পুর্নমিলিত হতে পেরেও তিনি খুশি। |
নেপালে মৃত ১২
সংবাদসংস্থা • কাঠমান্ডু |
তীব্র শৈত্যপ্রবাহে নেপালের তরাই অঞ্চলে এক শিশু-সহ ১২ জন মারা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মূলত দরিদ্র দলিত শিশু ও বয়স্করাই মারা গিয়েছেন। তাঁরা গরম জামাকাপড় জোগাড় করে উঠতে পারেননি। |
মৃত ভারতীয়
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
উদ্ধার হল এক ভারতীয়ের মৃতদেহ। আমেরিকায় নিজের মদের দোকানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যবসায়ীর নাম বেঙ্কট রেড্ডি-গোলি। আদতে তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তাঁর মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করছে পুলিশ। |
ভুলবশত প্রকাশ
সংবাদসংস্থা • বার্লিন |
ভুলবশত প্রাক্তন প্রেসিডেন্ট অসুস্থ সিনিয়র জর্জ বুশের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে দেয় এক জার্মান সাপ্তাহিকের ওয়েবসাইট। ইন্টারনেটে কেউ দেখার আগেই অবশ্য তুলে নেওয়া হয় অসমাপ্ত ওই লেখাটিকে।
|
বর্ষবরণ |
|
|
নতুন বছরের অভ্যর্থনায়
আলোর সাজে সিডনি। ছবি: এ এফ পি |
নতুন বছরের অভ্যর্থনায় আলোর
সাজে হংকং। ছবি: রয়টার্স। |
|