প্রেসিডেন্ট হিসাবে তাঁর জীবনের সব চেয়ে অন্ধকার দিন ছিল কানেক্টিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলিচালনার ঘটনা। রবিবার এক টিভি চ্যানেলের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে নিজের মুখেই এ কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয় দফায় কোন কোন বিষয়ে তিনি জোর দিতে চান, এই প্রশ্নের উত্তরে ওবামা বলেন দ্বিতীয় স্যান্ডি হুক তিনি চান না। তাই নতুন অস্ত্র আইন নতুন বছরেই পাশ করানোর সব রকম চেষ্টা করবেন তিনি।
ডিসেম্বরের ১৪ তারিখ অ্যাডাম ল্যানজা নামের এক বছর কুড়ির বন্দুকবাজ স্যান্ডি হুক স্কুলে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করে ২০ জন শিশুকে। ঢিলেঢালা অস্ত্র আইন বদলানোর এটাই সময়, তখন এই দাবিতে সরব হন অনেকেই। বন্দুক বা গুলির ম্যাগাজিন কেনার আগে ক্রেতার অতীত যাচাই বাধ্যতামূলক করার কথা সে সময় বলেছিলেন ওবামা। রবিবার ফের এর উপর জোর দেন প্রেসিডেন্ট।
তবে অস্ত্র রাখার অধিকারের অন্যতম দাবিদার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) ক’দিন আগে বলে, অস্ত্র বিক্রির কড়াকড়ি নয়, বরং সমস্ত স্কুলে সশস্ত্র রক্ষী রাখলে এই ঘটনা এড়ানো যাবে। বন্দুক আটকাতে বন্দুকের উপরই আস্থা রাখতে অবশ্য নারাজ ওবামা। তাঁর কথায়, “এই ভাবে স্কুলে আরও বন্দুক ঢুকিয়ে সমস্যার সমাধান কতটা সম্ভব, তা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই প্রশ্ন আছে।” তা বলে হাত-পা গুটিয়ে বসে থাকারও কোন অবকাশ নেই, মানছেন তিনি। ওবামা জানান, অস্ত্র আইনে বদল দরকার কি না, তা দেখতে ভাইস প্রেসিডেন্ট জো বিডেনের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। টাস্ক ফোর্স তাদের মত জানালে সমাধানের রাস্তা জানানো হবে আমেরিকাবাসীকে। সিদ্ধান্ত নেওয়া হবে সকলের মত নিয়েই।
অস্ত্র আইনের পাশাপাশি দেশের ভেঙে পড়া অভিবাসন নীতি, অর্থনীতিকে চাঙ্গা করা, মধ্যবিত্তের উপর করের বোঝা কমানোর মতো বিষয়গুলো যে তাঁর নজরে রয়েছে, সাক্ষাৎকারে সে কথাও জানান প্রেসিডেন্ট বারাক ওবামা। |