মাথায় আঘাত পেয়ে রক্ত জমাট বেঁধে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হল মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনকে। রবিবার বিদেশ দফতরের মুখপাত্র ফিলিপ রেনেস জানিয়েছেন, আজ ক্লিন্টনের চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখতে পান তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এর পরেই বিদেশসচিবকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চলতি মাসেই বাড়িতে একা থাকার সময়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন ৬৫ বছরের ক্লিন্টন। চিকিৎসকরা জানিয়েছেন, সেই আঘাতের কারণেই ক্লিন্টনের মাথায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। রেনিস বলেন, “ক্লিন্টনের চিকিৎসা চলছে। ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।” তবে ক্লিন্টনের মাথার কোন অংশে রক্ত জমাট বেঁধে রয়েছে, তা বলেননি রেনেস।
এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ল্যাঙ্গারের বক্তব্য, রক্ত জমাট বাঁধলে নিয়মিত চিকিৎসায় তা সেরেও যায়। কিন্ত মাথায় রক্ত জমাট বেঁধে গেলে তার যদি ঠিক মতো চিকিৎসা না হয়, তা হলে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এমন কী মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে।
চলতি মাসের শুরুতেই ইউরোপ সফরের সময় পাকস্থলীতে সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন হিলারি ক্লিন্টন। এই কারণে তিনি তাঁর উত্তর আফ্রিকা এবং আবু ধাবি সফর বাতিল করেছিলেন।
চিকিৎসকরা জানিয়েছিলেন, শরীরে জলের ঘাটতির কারণেই অসুস্থ হয়ে পড়েছেন মার্কিন বিদেশসচিব। তাঁরা তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাড়িতে ছুটি কাটানোর সময়েই অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মাথায় চোট পান হিলারি। |