অস্ত্র-সহ ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম উত্তম মণ্ডল, অমিয় দাস, মন্টু চৌধুরী, আশিস সরকার, দেবানন্দ ওরফে দেবু এবং রবি পাসোয়ান। তাদের বাড়ি নদিয়ার নৃসিংহপুর, হুগলির কল্যাণী, বর্ধমান সদর এলাকা, পূর্বস্থলীর সমুদ্রগড়, নদিয়ার বাদকুল্লা, হুগলির রেলওয়ে কলোনিতে। ধৃতদের কাছ থেকে তিনটি গুলিভর্তি পাইপগান, একটি গুলিভর্তি নাইন এমএম পিস্তল, দু’টি ব্যাগে ২৩টি হাতবোমা ও একটি ব্যাগে ছ’টি বোতল বোমা উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীদের গাড়ির চালক অমিয় দাসকে আটক করা হয়েছে। গাড়ির মালিক পলাতক। পুলিশের দাবি, দুষ্কৃতীরা এলাকার একটি পেট্রল পাম্পে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল।
|
শতবর্ষে উপলক্ষে কালনা ২ ব্লকের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে সারা বছর ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রবিবার শেষ হল সেই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রাজ্যের ক্ষুদ্র, কুটির শিল্প, বস্ত্র ও ভূমি দফতরের রাষ্ট্রমন্ত্রী স্বপন দেবনাথ। |