আগুন লেগে বহু ক্রীড়া সরঞ্জাম ভস্মীভূত হল বর্ধমানের সেন্ট্রাল মার্কেটের একটি গুদামে। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল দেরিতে এসেছে, এই অভিযোগে জেলাশাসকের পথ আটকান ব্যবসায়ীরা। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা ঘটনাস্থলে যান। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। |
যে গুদামে আগুন লাগে তার মালিক অমলেন্দু ঘোষ জানান, গুদামে মূলত ক্রিকেটের সরঞ্জামই ছিল। বেশ কয়েক লক্ষ টাকার জিনিস ছিল বলে তাঁর দাবি। প্যাড, গ্লাভস ইত্যাদি থাকায় আগুনের তীব্রতা ছিল অনেক ক্ষণ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ঘটনাস্থলে এক ঘণ্টা পরে পৌঁছয় দমকল। তার আগেই এসে পৌঁছয় পুলিশ। প্রচণ্ড তাপের জন্য পৌঁছেও দমকলকর্মীরা এগোতে পারেননি। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় প্রথমে অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে ভিতরে ঢোকেন। তার পরেই দমকলের কর্মীরা সেখানে যান।
গুদামটি একটি চার তলা ভবনের নীচে। প্রায় প্রতিটি তলে রয়েছে নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আগুন ছড়িয়ে পড়লে বড় বিপর্যয় হত বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির তরফে চন্দ্রবিজয় যাদবের দাবি, “আগুন লাগে সাড়ে ১০টা নাগাদ। কিন্তেু ব্যবসায়ীরা ফোন করার এক ঘণ্টা পরে দমকল আসে। এই যদি অবস্থা হয়, তা হলে ব্যবসায়ীদের সুরক্ষা কোথায়?” দমকলের ওসি তপন মুখোপাধ্যায় বলেন, “যথেষ্ট বড় আগুন ছিল। তাই প্রচুর জল সঙ্গে নিয়ে আসতে আমাদের কিছুটা সময় লাগে। তবে একটি ইঞ্জিন খবর পেয়েই পৌঁছেছিল।” |
দমকল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পরে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে জেলাশাসক জানান, কী করে গুদামে আগুন লাগল, তদন্ত করে দেখা হবে।এই অগ্নিকাণ্ডে অবশ্য কেউ হতাহত হননি।
|