জয়ী বার্নপুর
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
মদনডিহি যুব সমিতি আয়োজিত ক্রিকেটে সোমবারের খেলায় জিতল এইচএনওয়াইসিসি। তারা মদনডিহি মাঠে ৪৫ রানে আরজেসিসিকে হারায়। প্রথমে ব্যট করে এইচএনওয়াইসিসি সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে আরজেসিসি ৯০ রানের বেশি তুলতে পারেনি। রবিবারের খেলায় জিতেছে বার্নপুর একাদশ। তারা দীপক একাদশকে ৪৭ রানে হারায়। প্রথমে ব্যট করে বার্নপুর ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে দীপক একাদশ ৭৬ রানে শেষ হয়ে যায়।
|
জিতল বড়থল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা ও মহীশিলা অরবিন্দ ক্লাব আয়োজিত ফুটবলে প্রথম সেমিফাইনালে জিতল বড়থল আদিবাসী কৃষক সমিতি। অরবিন্দ ক্লাব মাঠে তারা এফপিএকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। এ দিন দ্বিতীয় সেমিফাইনালে জেতে ধেনুয়া আদিবাসী ক্লাব। তারা গুটগুট পাড়া আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূণ্য। আয়োজক কর্তৃপক্ষ জানান, ২ জানুয়ারি এই প্রতিযোগিতার ফাইনাল হবে।
|
|
ট্যালেন্ট টেনিস প্রতিযোগিতার কয়েকটি মুহূর্ত। সোমবার দুর্গাপুরে
বিধাননগরে টেনিস ক্লাব মাঠে বিশ্বনাথ মশানের তোলা ছবি। |
|
হারল আসানসোল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম শিবতলা মাঠে আয়োজিত ক্রিকেটে সোমবারের জিতল এরিয়া ফোর চিত্তরঞ্জন। তারা আসানসোল এসএসসিকে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল এসএসসি সব উইকেট হারিয়ে ৯৮ রান তোলে। জবাবে চিত্তরঞ্জন ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। বল হাতে চারটি উইকেট নেওয়ায় এ দিনের খেলার সেরা বিজয়ী দলের সুনীল যাদব।
|
জয়ী সিহারশোল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ইকড়া গ্রামবাসীদের উদ্যোগে দু’দিন ব্যাপী ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নর্থ সিহারশোল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইকড়া মাঠের ফাইনালে তারা ইকড়া সিএকে ৪৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে নর্থ সিহারশোল ৯ উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে ইকড়ার খেলা ৫০ রানেই শেষ হয়ে যায়। প্রতিযোগিতার সেরা স্বাধীন মুখোপাধ্যায়।
|
জয়ী গাঁওতা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাবুপুর চ্যালেঞ্জ ফুটবলে বিজয়ী হল সিং চালু মার্শাল গাঁওতা। বাবুপুর মাঠে তারা হেন্দে রিমিলকে ৩-১ গোলে হারায়। |