বিধি মেনে দুই খনি কর্মীর স্ত্রীকে প্রাপ্য মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ডালের বাঁকোলা এরিয়ার ময়রা কোলিয়ারিতে কাজ করতেন সীতারাম ভুঁইয়া। ১৯৯২ সালের ৪ এপ্রিল খনি গর্ভে দুর্ঘটনার জেরে তাঁর বাঁ হাতের কনুই থেকে কেটে বাদ দিতে হয়। ১৯৯৪ সালের ৮ মার্চ সীতারামবাবুকে ‘আনফিট’ ঘোষণা করে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর ২৩ মার্চ সীতারামবাবু নিজেই বিধি মেনে তাঁর স্ত্রী পানোয়াদেবীকে চাকরি দেওয়ার আবেদন জানান। তা দিতে অস্বীকার করে সংস্থার তরফে ১৯৯৯ সালের ২৭ এপ্রিল মাসিক আর্থিক অনুদান অনুমোদন করা হয়। সংস্থার তরফে ২০০৮ সালের ১ অগস্ট থেকে ওই টাকা নেওয়ার জন্য সীতারামবাবুকে চিঠি পাঠানো হলে তিনি তা গ্রহণ করেননি। এরপর পানোয়াদেবী ২০১১ সালের ১৭ অক্টোবর ইসিএলকে চিঠি দিয়ে জানান, ২০০৮ সালের ১ অগস্ট থেকে নয়, সীতারামবাবুকে ১৯৯৪ সালের ৮ মার্চ থেকে ওই টাকা দিতে হবে। সংস্থা সে ব্যাপারে উদ্যোগী না হওয়ায় পানোয়াদেবী ২০১২ সালের ২০ জুলাই হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর আইনজীবী পার্থ ঘোষ জানান, চলতি বছরের ১১ অক্টোবর বিচারক সোমবুদ্ধ চক্রবর্তীর এজলাসে সিদ্ধান্ত হয়, পানোয়াদেবীর দাবি মতো বিধি মেনেই ১৯৯৪ সাল থেকেই অনুদান দিতে হবে ইসিএলকে। আট সপ্তাহের মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসিএলের সিএমডির কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে।
|
রেশনের জিনিস পাচার করার অভিযোগে এক রেশন ডিলারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখালেন আসানসোল উত্তর থানার কন্যাপুর এলাকার বাসিন্দারা। সোমবার বারাবনি ব্লক যুব তৃণমূলের নেতৃত্বে স্থানীয় এক রেশন ডিলারের দোকানে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের নেতা পাপ্পু উপাধ্যায়ের অভিযোগ, সোমবার সন্ধ্যায় ওই রেশন ডিলার বেশ কয়েক বস্তা চাল ও চিনি একটি তিন চাকার গাড়িতে চাপিয়ে পাচার করছিলেন। কয়েক জন যুব তৃণমূল কর্মী ওই গাড়িটিকে আটক করেন। তাঁর দাবি, লরির চালককে জিজ্ঞাসা করে তাঁরা জানতে পারেন, কন্যাপুর এলাকার ওই ডিলারের দোকান থেকে জিনিসগুলি পাচার করা হচ্ছিল। মুহূর্তের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে চলে আসে কন্যাপুর ফাঁড়ির পুলিশ। ওই ডিলারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বাসিন্দারা তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
|
বর্জ্য কয়লা ফেলা বন্ধ করে দিয়ে তা বিক্রি করা হচ্ছে কয়লা মাফিয়াদের কাছে, এই অভিযোগ তুলে সোমবার বারাবনির সরিষা তোলির বেসরকারি কয়লা সংস্থা আইসিএমএলের খনি চত্বরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বর্জ্য কয়লা ফেলে না দিয়ে তা বিক্রি করা হচ্ছে কয়লা মাফিয়াদের কাছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত কয়লা সংস্থা এই কয়লা সরাসরি বিক্রি করতে পারে না। গ্রামবাসীদের দাবি, আইন অনুযায়ী ওই কয়লা গ্রামবাসীদের মাধ্যমে বিক্রি করতে হবে। এ নিয়ে এক গ্রামবাসী হাইকোর্টে মামলাও দায়ের করেছেন। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ওই সংস্থা কয়লা মাফিয়াদের মাধ্যমে ওই বর্জ্য কয়লা বিক্রি করছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী ও সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং পুলিশ কমিশনারকেও লিখিত পর্যায়ে জানিয়েছেন তাঁরা। খনি কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছেন, অভিযোগ ভিত্তিহীন। গ্রামবাসীদের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানিয়েছেন তাঁরা।
|
পরিষেবা চাইতে গেলে ঘুষ দিতে হচ্ছেএই অভিযোগে অন্ডালের কাজোড়া পোস্ট অফিসের পোস্টমাস্টার-সহ কর্মীদের আটক করে, পোস্টঅফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাদের আরও অভিযোগ, মেয়াদ শেষ হয়ে গেলেও জমানো টাকা পাচ্ছেন না তাঁরা। সোমবার সকালে ভারপ্রাপ্ত পোস্টমাস্টার অনিল সিংহ এবং এক কেরাণী হারাধন মণ্ডলকে দু’ঘণ্টারও বেশি সময় ঘেরাও করে রাখা হয়। অনিলবাবু জানান, তিনি এই কার্যালয়ে ভারপ্রাপ্ত হয়ে আছেন। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলি জানাবেন।
|
ঘণ্টাখানেকের ব্যবধানে একই গ্রামে গুলিতে খুন হলেন দুই যুবক। সোমবার দুর্গাপুরে ফরিদপুর (লাউদোহা) থানার আমদহি গ্রামের ঘটনা। দু’টি ক্ষেত্রেই মোটরবাইকে চড়ে আসা দুষ্কৃতীরা দুই যুবককে গুলি করে পালায়। পুলিশ জানায়, নিহতদের নাম শেখ লালু (৩৫) ও শেখ মন্টু (৩৬)। সকালে প্রথমে শেখ লালুকে বাড়ির সামনে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিছু ক্ষণ পরেই ধান ঝাড়াইয়ের কাজ করার সময়ে শেখ মন্টুকে গুলি করা হয়। দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, কয়লা কারবার নিয়ে গোষ্ঠী-দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা। তবে শেখ মন্টুকে দলীয় কর্মী বলে দাবি করে তৃণমূলের অভিযোগ, এই ঘটনায় সিপিএমের হাত রয়েছে। সিপিএমের দাবি, দু’টি গোষ্ঠীর রেষারেষিতেই এমন ঘটেছে।
|
চৌত্রিশ দিন পর চালু হল ইসিএলের জেকে নগর কোলিয়ারি। ভূগর্ভে জল ঢুকে যাওয়ায় ২৭ নভেম্বর থেকে বন্ধ ছিল কোলিয়ারির উৎপাদন। জল বের করে উৎপাদন চালুর দাবিতে আন্দোলনে নেমেছিল আইএনটিইউসি, সিটু-সহ পাঁচটি শ্রমিক সংগঠন। এরই মধ্যে ১৫ দিন আগে ডুলি বিকল হওয়ায় জেকে নগর প্রজেক্টের উৎপাদনও বন্ধ হয়ে গিয়েছিল। তিনদিন আগে সেখানেও কাজ শুরু হয়েছে।
|
দুর্গাপুর
কল্পতরু উৎসব। গ্যামন মোড় সংলগ্ন মাঠ। বিকাল ৪টা।
উদ্যোগ: দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটি। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
সারা ভারত টেলেন্ট সিরিজ টেনিস প্রতিযোগিতা।
দুর্গাপুর টেনিস ক্লাব। সকাল ১০টা। চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।
৩৩ তম বার্ষিক উৎসব। দুর্গাপুর হরিসভা। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
কাটোয়া
পৌষ পার্বণে পিঠেপুলি মেলার। পানুহাট। বিকাল ৩টা। উদ্যোগ: রাঙ্গামাটি উত্তরণ ও স্পন্দন।
বর্ধমান
সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্র। উৎসব ময়দান। দুপুর ১২টা।
উদ্যোগ: বর্ধমান জেলা গ্রন্থমেলা। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। |