জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস |
পশ্চিমী ঝঞ্ঝা সরে গিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় পারদ নামার সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাঁকিয়ে শীত পড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও উত্তরবঙ্গে কুয়াশা থাকার কারণে এ সময়ে যেমন তাপমাত্রা থাকে তেমন ভাবে পারদ নামছে না। সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। দৃশ্যমানতা দু’শো মিটারের নীচে থাকছে । রৌদ্রোজ্জ্বল আকাশের দেখা মিললেই তাপমাত্রা হুহু করে নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।
|
গুড়াপের ক্ষত মানুষের মন থেকে মিলিয়ে যেতে না যেতেই, আবার একটি হোম কাণ্ডের কথা সামনে চলে এল। আজ ভোররাতে উত্তরপাড়ার ডেস্টিটিউট হোম থেকে নিখোঁজ ১১ জন মহিলা আবাসিক। এদের সকলকে নভেম্বর মাসে মুম্বাই থেকে উদ্ধার করে আনা হয়। এদের মধ্যে ৩ জন বাংলাদেশী বলে জানা গেছে। অনন্যদের নদীয়া, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে আনা হয়েছে। প্রাথমিকভাবে অনুমাণ, হোমের পেছন দিকের রান্না ঘরের গ্রিল ভেঙে এই মহিলা আবাসিকরা পালিয়ে গেছেন। তাই এক্ষেত্রে নিরাপত্তা বাবস্থা ঢিলেঢালা থাকার অভিযোগটি সামনে আসছে। তবে কেউ কেউ সন্দেহ করছেন এদেরকে কেউ জোর করে কোথাও সরিয়েও দিয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
বর্ধমাণের সেন্ট্রাল মার্কেটে অগ্নীকাণ্ড |
আজ সকাল ৯.৩০টা নাগাদ বর্ধমাণের সেন্ট্রাল মার্কেটে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে এদিন সকাল ৯.৩০টা নাগাদ একতলার একটি খেলনার দোকানে প্রথমে আগুন লাগে। প্রচুর দাহ্য বস্তু মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে দোতলা ও তিনতলায়। সকাল ১০.৩০টা নাগাদ তা ব্যাপক আকার ধারণ করে। |