|
|
|
|
টুকরো খবর |
পথে-প্রতিবাদে মেদিনীপুর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দিল্লির ঘটনার প্রতিবাদে সরব হল জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রবিবার দিনভরই কেউ মৌন মিছিল করলেন, কেউ সই সংগ্রহ করলেন, কেউ বা মোমবাতি জ্বেলে শ্রদ্ধা জানালেন সেই ছাত্রীকে, ধর্ষিতা যে ছাত্রী ১৩ দিন জীবনের সঙ্গে যুদ্ধ করেছেন, ‘হার না মানা’ মনোভাব নিয়ে লড়েছেন আবার কেউ বা অভিযুক্তদের শাস্তি চেয়ে মিছিল করলেন। এ দিন সকালে মেদিনীপুর শহরে সই সংগ্রহ করে ছাত্র পরিষদ। কালেক্টরেট মোড়, এলআইসি মোড় প্রভৃতি এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের কর্মী-সমর্থকেরা সই সংগ্রহ করেন। সংগৃহিত সই-সহ দাবিপত্র রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল। মিছিল পা মেলান সুদেষ্ণা নন্দী, দেবস্মিতা মাসান্ত, মণিমালা মণ্ডলের মতো কলেজ পড়ুয়ারাও। এঁরা বলেন, দিল্লির ঘটনায় ধৃতদের এমন সাজা হওয়া উচিত, যাতে ফের কেউ এমন সাহস না পান। ডিএসও’র পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি হয়। শহরের কলেজ মোড়ে ধিক্কার সভা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কুমারেশ দে ও দীপক পাত্র। মেদিনীপুর সুরক্ষা সমিতির উদ্যোগে শহরে মৌন মিছিল হয়। ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে পথে নেমেছিল সিপিএমের ছাত্র-যুব-মহিলা সংগঠন। রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। প্রতিবাদ সামিল হয়েছেন কলেজ পড়ুয়া থেকে গৃহবধূ, সকলেই।
|
বিতর্ক সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
যুব উৎসব উপলক্ষে শনিবার এক বিতর্ক সভার আয়োজন করা হয় খড়্গপুরে। যুক্তি-তর্কে জমে উঠেছিল এই সভা। ‘এই সময়, এই বাংলা’ শীর্ষক বিতর্ক সভায় যোগ দেন কংগ্রেস নেতা কনক দেবনাথ, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সাহিত্যিক কিন্নর রায়, অধ্যাপক বিমলশঙ্কর নন্দ। গত বৃহস্পতিবার থেকে খড়্গপুর শহরের তালবাগিচায় শুরু হয়েছিল যুব সাংস্কৃতিক উৎসব। ভগৎ সিংহ জন্ম শতবার্ষিকী কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসবের এ বার চতুর্থ বর্ষ। চার দিন ধরেই নানা অনুষ্ঠান-কর্মসূচির আয়োজন ছিল।
|
বর্ষবরণ উৎসব |
তিন দিন ধরে বর্ষবরণ উৎসবের আয়োজন করল দাঁতন ১ ব্লকের মনোহরপুর মাতৃ-সেবক সঙ্ঘ। উৎসব চলবে সোমবার পর্যন্ত। উৎসবের উদ্বোধন করে পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মন্মথ প্রধান। |
|
|
|
|
|