ফিরে দেখা ২০১২
শিরোনামে ধর্ষণ
২৫ ফেব্রুয়ারি: কেতুগ্রামের পাচুন্দি গ্রামে ট্রেনে ডাকাতির সময়ে মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয় এক বিধবা মহিলাকে। পুলিশ এখনও পর্যন্ত ৬ জনকে ধরেছে।
৯ সেপ্টেম্বর: দুর্গাপুরে জাতীয় সড়কের পাশে স্বামীকে আটকে রেখে গণধর্ষণ এক মহিলাকে।
১২ অক্টোবর: রূপনারায়ণপুরে পলিটেনিক কলেজে ছাত্রীকে গণধর্ষণ।
২৩ ডিসেম্বর: আউশগ্রামে জঙ্গলে পিকনিকে গিয়ে কাঠকুড়ুনিকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক।
২৪ ডিসেম্বর: কাটোয়ায় ঝোপে উদ্ধার রক্তাক্ত শিশু। ধর্ষণের প্রমাণ ডাক্তারি রিপোর্টে। কালনায় মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ।

এখনও আঁধার
অচলাবস্থা: কাটোয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি নিয়ে জট কাটল না এ বছরেও। বলগোনা-কাটোয়া রেললাইনের কাজও বিশ বাঁও জলে।
২৯ নভেম্বর: পানাগড়ে বাইপাসের জন্য জমি মাপতে যাওয়া কর্মীদের বাধা। বাসিন্দাদের দাবি, জমির দাম ও ক্ষতিপূরণ আগে ঠিক করতে হবে। ফলে, থমকে বাইপাসের কাজ।
১৫ ডিসেম্বর: দুর্গাপুরে নিজের আবাসনেই দুষ্কৃতীদের হাতে প্রহৃত জয় বালাজির কারখানার জিএম। ক্ষোভে রাজ্য ছাড়তে চাইলেন তিনি।
২১ ডিসেম্বর: আইএনটিটিইউসি-র বিক্ষোভ-আন্দোলনে জেরবার হল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল।

রক্তপাতের রাজনীতি
১০ জানুয়ারি: নদিয়ার প্রতাপনগর হাসপাতালে খুন পূর্বস্থলীর তৃণমূল নেতা সজল ঘোষ।
২২ ফেব্রুয়ারি: বর্ধমানের উপকণ্ঠে দেওয়ানদিঘিতে প্রকাশ্য দিবালোকে খুন পিটিয়ে, থেঁতলে খুন সিপিএমের দুই জেলা নেতা প্রদীপ তা ও কমল গায়েনকে।
১০ মে: বার্নপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিতে খুন প্রাক্তন বিধায়কের ছেলে অর্পণ মুখোপাধ্যায়।

কেস ফাইল
২৬ ফেব্রুয়ারি: দুর্গাপুরে বাড়িতে খুন আসানসোলের মহিলা থানার ওসি-র বাবা।
২৮ মার্চ: জুনিয়র ডাক্তারেরা সাংবাদিক পেটালেন বর্ধমান মেডিক্যালে।
১৩ এপ্রিল: দুর্গাপুরে রাজ্যের প্রথম আরবান হাট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
৩০ মে: এমএএমসি থেকে চলে গেল সিআইএসএফ। কারখানা খুলল না এ বছরেও।
৫ জুন: দেড় দশক পরে দুর্গাপুর পুরসভা হাতছাড়া বামেদের। ক্ষমতায় এল তৃণমূল।
২৬ জুন: অবৈধ খননের জেরে আগুন লাগল জামুড়িয়ার তপসিতে। জ্বলন্ত গহ্বরে পড়ে গেলেন এক ইসিএল কর্মী।
৫ জুলাই: পরিত্যক্ত খনিগর্ভে ফেলে খুনের চেষ্টা সত্ত্বেও সাত দিন পরে বেঁচে ফিরে এল রানিগঞ্জের কিশোর।
৮ অগস্ট: দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার নিয়ে রণক্ষেত্র বার্নপুর।

আলোর দিশা
২৯ মে: অনটন ও ক্যানসার জয় করে মাধ্যমিকে উত্তীর্ণ হল হিরাপুরের পিঙ্কি মণ্ডল।
২৭ অগস্ট: অভাবে আটকে যাচ্ছে প্রতিবন্ধী তরুণীর পড়া, এ কথা জেনে অর্থ সংগ্রহে বেরোলেন পূর্বস্থলীর দুই দৃষ্টিহীন সুরজিৎ ও সবিতা।
১২ নভেম্বর: চার বছর আগেও পরিচারিকার কাজ করত বিলকিস। সে-ই এখন স্কুলছুটদের স্কুলে নিয়ে যাচ্ছে কাটোয়ার গ্রামে। রুখছে নাবালিকা বিবাহও।
৬-৯ ডিসেম্বর: প্যারা অলিম্পিকে পাঁচটি রুপো জিতল কালনার শ্রেয়া ভট্টাচার্য। ক্যানসার আক্রান্ত বাবার জন্য এ বার সোনা আনতে চায় সে।

কোণঠাসা মাফিয়া
কয়েক জন ধরা পড়েছিলেন আগেই। এ বছর ধরা পড়লেন কমল দাস। কুলটিতে ধৃত কানাই দাসও। লাউদোহায় খুন হলেন শেখ সেলিম। কয়লা পাচার অবশ্য চলছেই, অভিযোগ বাসিন্দাদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.