লজ্জা, শোক, প্রতিবাদ
  • স্তব্ধ। গণধর্ষিতা তরুণীর মৃত্যু সংবাদ পাওয়ার পরে। শনিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

  • প্রখর দাবিতে: শনিবার নয়াদিল্লিতে। ছবি: এএফপি

  • শোকে স্তব্ধ। কলকাতায়। —নিজস্ব চিত্র

  • চোখের জলে স্মরণ। শনিবার ধর্মতলা চত্বরে। —নিজস্ব চিত্র

  • মোমবাতি মিছিলে সামিল গুয়াহাটির বাসিন্দারাও। ছবি: এএফপি

  • নিষ্পাপ প্রার্থনা। অপরাধীদের শাস্তির দাবিতে মিছিলে সামিল ছোটরাও। আমদাবাদে। ছবি: রয়টার্স

  • বাকরুদ্ধ। তবু কালো কাপড়ের আড়ালে প্রতিবাদী মুখ। কোচিতে। ছবি: পিটিআই

  • মোমবাতির আলোই প্রতিবাদের ভাষা। জালিয়ানওয়ালাবাগে। ছবি: এএফপি

  • গাঁধী মূর্তির সামনে মেয়েদের বেঁচে থাকার আর্তি। লখনউয়ে। ছবি: এএফপি

  • লড়াই শেষ। তরুণীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মুম্বইয়ের মহিলা। ছবি: এএফপি

  • সঙ্গে আছি। মোমের আলোয় বার্তা ভোপালের বাসিন্দাদের। ছবি: পিটিআই

  • ধর্ষিতা নয়, ধর্ষকের বিধিতেই যেন লেখা থাকে মৃত্যু। প্রতিবাদে মুখর বেঙ্গালুরু। ছবি: এএফপি

  • দিল্লির তরুণীর মৃত্যুর পরে মহিলাদের নিরাপত্তার দাবিতে সরব শাবানা আজমি। মুম্বইয়ে। ছবি: পিটিআই

  • দিল্লি-কাণ্ডের প্রতিবাদে পথে। শান্তিনিকেতনের বিনয় ভবনে বিশ্বজিৎ রায়চৌধুরীর তোলা ছবি।

  • দিল্লি-কাণ্ডের প্রতিবাদে পথে। কৃষ্ণনগরে ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।

  • দিল্লি-কাণ্ডের প্রতিবাদে পথে। শ্রীরামপুরে ছবিটি তুলেছেন প্রকাশ পাল।

  • প্রতিবাদের শিখা। জলপাইগুড়িতে শনিবার সন্দীপ পালের তোলা ছবি।

  • দিল্লি-কাণ্ডে নিহত ছাত্রীর প্রতি শোকজ্ঞাপন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের। শিলিগুড়িতে। ছবি: বিশ্বরূপ বসাক।

  • প্রতিবাদ মিছিল বামফ্রন্টের। শিলিগুড়িতে। ছবি: বিশ্বরূপ বসাক।

  • অশ্রুসিক্ত: মুম্বইয়ে মোমবাতি মিছিলে বিহ্বল জয়া বচ্চন। ছবি: পি টি আই

  • অশ্রুসিক্ত: আরও এক সমব্যথী। ছবি: এ পি