টুকরো খবর
‘নারাজ’ ব্যাঙ্কের তালিকা তৈরির নির্দেশ বেচারামের
কিষান ক্রেডিট কার্ড (কেসিসি) থাকা সত্ত্বেও চাষিদের ঋণ দিতে কোন কোন ব্যাঙ্ক ঘোরাচ্ছে তার তালিকা তৈরির জন্য দফতরের আধিকারিকদের নির্দেশ দিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি কোচবিহার জেলা কৃষি দফতর পরিদর্শনে যান। সেখানেই কোচবিহারের জেলার মুখ্য কৃষি আধিকারিকের কাছে কেসিসি নিয়ে খোঁজ নেন। বেশ কিছু ব্যাঙ্ক ঋণ দিতে হয়রানি করছে বলে অভিযোগের কথা জানতে পারেন। তিনি বলেন, “কোন কোন ব্যাঙ্ক কেসিসি প্রাপকদের ঘোরাচ্ছে তার তালিকা করে দিন। সরকারি পর্যায়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অনুরোধ করব।” কাজ না হলে দলের তরফে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন তিনি। কোচবিহার রবীন্দ্র ভবনে কিষান সংগঠনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাংগঠনিক ভাবেও কেসিসি নিয়ে কর্মীদের বোঝানোর পরামর্শ দেন। ওই সম্মেলনে বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, আব্দুল জলিল আহমেদ আহমেদ বক্তব্য রাখেন। এ দিন কোচবিহারের শহিদ বন্দনা স্মৃতি আবাসেও যান বেচারামবাবু। আবাসিক ছাত্রীরা তাঁর কাছে অভিযোগ জানান, প্রায় এক সপ্তাহ ধরে এক বেলা ভাত খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা। অভিযোগ শুনে মন্ত্রী বলেন, “কলকাতায় ফিরে যথাযথ ব্যবস্থা নেব।”জেলাশাসক মোহন গাঁধী বলেন, “হোম কর্তৃপক্ষ আমাকে জানাননি। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

দোকান থেকে বন্দুক চুরি
দেওয়াল কেটে ঢুকে ১০টি বন্দুক-সহ প্রচুর কার্তুজ চুরি হল কোচবিহারের একটি বন্দুকের দোকানে। শুক্রবার রাতে শহরের হরিশ পাল চৌপথী লাগোয়া এলাকায়। একটি এক নলা ও ন’টি দোনলা বন্দুক রয়েছে। খোয়া গিয়েছে প্রচুর কার্তুজ। ১০টি এয়ারগানও চুরি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় উদ্বেগে জেলার রাজনৈতিক মহল। জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী বলেন, “আগ্নেয়াস্ত্র দ্রুত উদ্ধার করা না হলে পঞ্চায়েত ভোটে দুষ্কৃতীরা ব্যবহার করতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পঞ্চায়েতে তৃণমূলকে ঠেকাতে ওই অস্ত্র চুরি হয়েছে কি না তা দেখা দরকার, কারণ বামেরা এতদিন বন্দুক দেখিয়ে ভোট করেছে।” ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “বামপন্থীরা কোনও দিন বন্দুকের রাজনীতি করেনি।” ডিস্ট্রিক্ট চেম্বার অ্যান্ড কমার্সের সম্পাদক রাজেন বৈদ বলেন, “পর পর চুরিতে উদ্বিগ্ন। পুলিশ কী করছে বুঝছি না।” পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “পুরো ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।”

বন্ধ দলমোড় বাগানে মৃত্যু
ডুয়ার্সের বন্ধ দলমোড় চা বাগানে ফের এক মহিলার মৃত্যু হল। শুক্রবার রাতে বাগানের বড়া লাইনের বাসিন্দা রীতা উড়িয়া (২২) নামে ওই মহিলা মারা যান। তিনি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। এই নিয়ে গত পাঁচ মাসে ওই বাগানে ২১ জনের মৃত্যু হল। জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার বলেন, “মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে।” বাগান সূত্রে জানা গিয়েছে, স্বামী সঞ্জিৎ ধারদেনা করে শুক্রবার বিকালে অসুস্থ রীতা দেবীকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করা হয়। গাড়ি ভাড়ার টাকা জোটাতে না পারায় তিনি স্ত্রীকে নিয়ে বাগানে ফিরে যান। সেখানেই রীতাদেবী মারা যান। সঞ্জিত বলেন, “দু’বেলা খাবার জোটাতে পারি না। চিকিৎসা করাব কী করে। হাসপাতালে যাই। জলপাইগুড়িতে পাঠানো হয়। টাকা না থাকায় যেতে পারিনি।” যদিও স্বপনবাবুর দাবি, “ওই নামে কোনও রোগীকে শুক্রবার বীরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়নি।” অন্য দিকে, দীর্ঘ দিন বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে সম্প্রতি নবজাতকের মৃত্যুর পরে নানকি ওঁরাও নামে মা অসুস্থ হয়ে পড়লেও তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ উঠেছে।

মন্ত্রীর সভায় ‘বাধা’
রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী করিম চৌধুরীকে সভা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রামপুরে। তৃণমূল কর্মীদের হুমকি দেওয়ায় সভা সরাতে হয় বলে মন্ত্রীর অভিযোগ। কংগ্রেস নেতা কানাইয়ালাল অগ্রবাল বলেন, “অভিযোগ ভিত্তিহীন। একটি ইদগাতে মঞ্চ করতে চেয়েছিল তৃণমূল। বাসিন্দারা বাধা দেন বলে শুনেছি।” ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “বিষয়টি শুনেছি। তদন্ত হচ্ছে।”

বন্ধ মধু চা বাগান
বন্ধ হল ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগান। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে শুক্রবার বাগান ছেড়ে চলে যান কর্তৃপক্ষ। শনিবার সকালে তাঁরা লোক মারফত ‘সাসপেনশন অফ ওয়ার্কের’ নোটিস বাগানে পাঠিয়ে দেন। শ্রমিকদের অভিযোগ, ভিত্তিহীন অভিযোগে গত এক বছরে তিন বার বাগান ছেড়ে গেলেন কর্তৃপক্ষ।

ট্রাকের ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর
ট্রাফিক আইন ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করায় ট্রাক দাঁড় করানোর চেষ্টা করেন পথে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মী মনোরঞ্জন গুপ্ত (৫৫)। বেপরোয়া সেই ট্রাকের ধাক্কায় মারা গেলেন তিনি। মালদহের রথবাড়ি মোড়ে শনিবার দুপুরে। মৃতের বাড়ি পুরাতন মালদহের রবীন্দ্রপল্লীতে। চালক ও খালাসি পলাতক। ক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন দেয়। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.