দিল্লির নির্যাতিতা তরুণীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নামল উত্তরবঙ্গেও। দানা বাঁধল ক্ষোভ। শনিবার সকাল থেকেই উত্তরের ছয় জেলায় শোকে, ক্ষোভে পথে নামে নাগরিক সমাজ। বালুরঘাট থেকে মালদহ, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি হয়ে কোচবিহার, সর্বত্রই শোকাহত মানুষ পথে নেমে মিছিল করেছেন। কোথাও মোমবাতি হাতে নীরব মিছিল। কোথাও ক্ষোভের সঙ্গে সরব স্লোগানে গলা মিলিয়েছে আমজনতা।
শিলিগুড়িতে বেলা ১২টা থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং গণসংগঠনগুলি শহরে মিছিল, মোমবাতি জ্বালিয়ে শোকজ্ঞাপন করে দোষীদের দ্রুত কঠোর শাস্তির দাবি জানায়। জেলা তৃণমূলের তরফে হাসমিচকে মোমবাতি জ্বালিয়ে শোক পালনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পাশাপাশি, জেলা বামফ্রন্টের প্রতিবাদ মিছিলে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য-সহ অন্যান্য নেতা, শিলিগুড়ি পুরসভার দলের কাউন্সিলররা অনেকেই ছিলেন। দলীয় কর্মসূচিতে এ দিন বিকালে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু শিলিগুড়ি পৌঁছন। দলের তরফে জানানো হয়েছে তিনিও মিছিলে থাকবেন। তবে বিমান দেরি করে নামায় তিনি মিছিলে যোগ দিতে পারেননি। |
প্রতিবাদের শিখা। বালুরঘাটে অমিত মোহান্তের তোলা ছবি।
|
এসইউসিআই-এর ছাত্র সংগঠন ডিএসও, যুব সংগঠন, মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফে মৌন মিছিল করা হয় শহরে। সিপিআই(এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন আইসা, যুব সংগঠন, মহিলাদের অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উওম্যান অ্যাসোসিয়েশন তরফে দুপুরে প্রতিবাদ মিছিল বার করা হয়। হাসমি চকে তারা ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ান। গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি, বন্দিমুক্তি কমিটি, সৃজনের সদস্যরাও প্রতিবাদ মিছিল করেন। মোমবাতি জ্বালিয়ে তরুণ- তরুণীদের নিয়ে হাসমিচক হয়ে পানিট্যাঙ্কি মোড় পর্যন্ত মিছিল করে কলবার সর্ববর্গীয় সমাজ।
জলপাইগুড়ির কদমতলা মোড় থেকে প্রতিবাদ মিছিল বার করে একটি মহিলা সংগঠন। কদমতলা, পোস্ট অফিস মোড়, বেগুনটারি সর্বত্রই বাসিন্দারা কালো ব্যাজ পরে, তরণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। পোস্ট অফিস মোড়ে পড়ুয়ারা পথচারীদের কালো ব্যাজ পড়িয়ে দেন। কালো কাপড়ে মুখ ঢেকে সকাল থেকে বিকেল অবধি রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের সঙ্গে সামিল হন অভিভাবকেরাও। বিকেলে থানা মোড়ে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখান একদল তরুণ-তরুণী। মোম জ্বালিয়ে প্রতিবাদ দেখা গিয়েছে বাবুপাড়া, নিউটাউনপাড়া, রায়কত পাড়া, রেসকোর্স, কদমতলা, দিনবাজার ও পাণ্ডাপাড়াতেও। পোস্ট অফিস মোড়ে ট্র্যাফিক পোস্টটিকে ধিক্কার লেখা পোস্টারে মুড়ে দেয় একদল প্রতিবাদকারী।
বালুরঘাটে শনিবার সকাল থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়। আরএসপির নিখিলবঙ্গ মহিলা সমিতির নেতৃত্বে মহিলারা শহরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে জড়িতদের দ্রুত ফাঁসির দাবি জানান। সিপিএমের ছাত্র ও যুব সংগঠন প্রতিবাদে সরব হয়। সন্ধ্যায় স্কুলছাত্রীরা মোমবাতি জ্বালিয়ে ধিক্কার দিবস পালন করে।
এ দিন বিকালে সিপিএম কর্মী, সমর্থকেরা রায়গঞ্জে মুখে কালো কাপড় বেঁধে শহরে মৌন মিছিল করেন। মিছিলের শেষে বিবেকানন্দ মোড় এলাকায় মোমবাতি হাতে নিয়ে মৃতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। একটি পথসভাও হয়। তাতে অভিযুক্তদের অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হন সিপিএম নেতারা। বিকালে শহরে যৌথভাবে শোক মিছিল করে স্বেচ্ছাসেবী সংগঠন রায়গঞ্জ মহিলা সম্মেলনী ও শ্রীপুর মহিলা খাদি উন্নয়ন সমিতি। দুটি সংগঠনের তরফে হাসপাতাল রোডে মোমবাতি জ্বালিয়ে মৃত তরুণীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ইসলামপুরে বামফ্রন্টের তরফে মুখে কালো কাপড় বেঁধে চৌরঙ্গী এলাকায় প্রতিবাদ মিছিল হয়।
কোচবিহার সাগরদিঘির পাড়ে প্রতিবাদী ছবি এঁকে প্রতিবাদ জানান নর্থ বেঙ্গল কনটেম্পোরারি আর্টিস্ট ফোরামের ২৫ জন সদস্য। বিকালে সিপিএমের তরফে ধিক্কার মিছিল হয়। আইএনটিইউসি-র তরফেও মিছিল করা হয়েছে। মালদহে সিপিএমের মহিলা সংগঠন এবং আরএসপি-র তরফে মিছিল বার করা হয়। আলিপুরদুয়ারে বিকাল থেকে সন্ধ্যা অবধি শহরের মোমবাতি জ্বালিয়ে রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবীরা শোক পালন করেন। প্রতীকী পথ অবরোধও হয়। |