কুয়াশায় দেরি করল মমতার বিমানও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঘন কুয়াশার জেরে শনিবারও কলকাতায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় মিলিয়ে মোট ১৪টি বিমান এ দিন বেশ কিছুটা দেরিতে চলেছে। বাগডোগরা থেকে এয়ার ইন্ডিয়ার যে-বিমানে মুখ্যমন্ত্রী এ দিন বিকেলে কলকাতায় ফেরেন, সেটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছয়। এ দিন সকালের দিকে দৃশ্যমানতা কখনও ২০০ মিটারের কাছাকাছি কখনও বা তার সামান্য উপরে ছিল, যা আরও কমে গিয়েছিল ভোরের দিকে। সকাল আটটা পর্যন্ত এমন পরিস্থিতি চলে। গড়ে এক থেকে দেড় ঘণ্টা দেরিতে চলেছে বিমানগুলি। বিশেষ করে, সকালের দিকেই বিমানগুলি দেরিতে চলেছে। যেমন, এয়ার ইন্ডিয়ার বাগডোগরাগামী বিমান এক ঘণ্টা দেরিতে কলকাতা ছাড়ে। ফলে নির্ধারিত সময়ের চেয়ে ৫৫ মিনিট দেরিতে সেই বিমান কলকাতায় ফেরে। বাগডোগরা থেকে সেই বিমানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
|
বামেদের প্রস্তাবিত ধর্মঘটের বিরুদ্ধে পথে নামলেন এক দল ব্যবসায়ী। ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজ্যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। দেশে দু’দিন শিল্প ধর্মঘটের প্রস্তাবও রয়েছে। বিরোধিতায় শনিবার ফোরাম ফর ট্রেডার্স অরগানাইজেশন কাঁকুড়গাছি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন। |