মোমবাতি মিছিল, মৌনী মিছিল রাজ্যে চলছিলই। তার বেশির ভাগই অবশ্য কলকাতা বা অন্য কয়েকটি বড় শহরে। কিন্তু শনিবার সকালে দুঃসংবাদটা শোনার পরেই দিল্লিতে গণধর্ষণের ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবিতে সামিল হল গোটা রাজ্য।
বড়, ছোট প্রায় সব শহরেই সরব হলেন মানুষ। কোথাও কালো কাপড়ে মুখ ঢেকে, কোথাও বা আবার স্লোগান দিতে দিতে। শিলিগুড়ি থেকে পুরুলিয়া, আলিপুরদুয়ার থেকে রানিগঞ্জসর্বত্র প্রশ্ন একটাই, মেয়েদের আর কবে নিরাপত্তা দেবে এই সমাজ।
নির্যাতিতা তরুণীর মৃত্যুর খবর আসার পরে এ দিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো।
তবে রাজনীতিকে দূরে রেখেই অনেক জায়গায় রাস্তায় নেমেছিল মানুষ। হুগলির শ্রীরামপুরে শ’তিনেক মানুষের যে মিছিল হয়, তাতে ছিলেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে নানা সামাজিক সংগঠন, পড়ুয়া থেকে আমজনতা। মিছিল থেকে ধর্ষণের ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর বন্ধের দাবিও তোলা হয়।
শান্তিনিকেতনে বিনয় ভবনের পড়ুয়ারা মেয়েদের নিরাপত্তার দাবিতে মোমবাতি মিছিল করেন। মহম্মদ ফজলে আলম, সৌরভ মজুমদার, সাবনা আরা ইয়াসমিনরা বলেন, “এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” সন্ধ্যায় পুরুলিয়ায় মিছিল করেন জে কে কলেজের ছাত্রেরা। দুর্গাপুরেও নানা সংগঠনের আয়োজনে মোমবাতি মিছিল হয়।
বাঁকুড়ার বিষ্ণুপুর সংস্কৃতি ও পর্যটন উৎসবে এ দিন অনুষ্ঠানের শুরুতে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। বর্ধমানের রানিগঞ্জে বইমেলায় এ দিনের সব সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। চুঁচুড়ায় বিক্ষোভ দেখান মহিলারা। সন্ধ্যায় শহরের খাদিনা মোড় থেকে মিছিল করে স্কুল পড়ুয়ারা। বহরমপুরেও কয়েক হাজার মানুষের একটি মিছিল হয়। আয়োজক সংস্থার তরফে মহম্মদ সেলিম বলেন, “আমার চাই, বিনোদনের নামে অশ্লীলতার প্রসার বন্ধ হোক।” কৃষ্ণনগরে একটি মৌনী মিছিলে স্বতস্ফূর্ত ভাবে সামিল হন কয়েকশো মানুষ।
প্রায় সব রাজনৈতিক দলের তরফেই এ দিন রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল কর্মসূচি নেওয়া হয়েছিল। বর্ধমান, মেদিনীপুর, হুগলি, বীরভূমের নানা জায়গায় রাস্তায় নামে সিপিএম এবং তার ছাত্র, যুব ও মহিলা সংগঠন। বারাসতে এসএফআই মিছিল করে দিল্লির ঘটনার প্রতিবাদ ছাড়াও এলাকার আইনশৃঙ্খলার উন্নতির দাবি জানায়। বাঁকুড়া শহর ও পুরুলিয়ার আড়শায় মিছিল করে এসইউসি। জেলায় জেলায় প্রতিবাদে সামিল হয় তৃণমূলও।
দল-মত-পেশা নির্বিশেষে সকলেরই প্রার্থনা, এমন ঘটনা যেন আর না ঘটে। |