স্টেশনের কাছে খুন রেলকর্মী |
স্টেশনের কাছেই এক রেলকর্মীকে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাত ৩টে নাগাদ ঝাড়খণ্ডের ভজুডি স্টেশন এলাকায় খুন হন জগন্নাথ পরামাণিক (৫৮)। তিনি ট্রেনের গার্ড পদে কর্মরত ছিলেন। আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তল বলেন “ঝাড়খণ্ড পুলিশের সাহায্য নিয়ে জিআরপি তদন্ত শুরু করেছে।” রেল ও স্থানীয় সূত্রে খবর, ভোজুড়িতে রেলকর্মী আবাসন থেকে স্টেশনে কাজে যাচ্ছিলেন জগন্নাথবাবু। একটি মোটরবাইকে আসা তিন দুষ্কৃতী তাঁকে গুলি করে পালায়। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, পরে বোকারো স্টেট জেনারেল হাসপাতালে পাঠালে শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। এ দিন ঘটনাস্থলে যান জিআরপি-র কর্তারা। তবে খুনের কারণ তাঁরা জানাতে পারেননি।
|
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
মাওবাদী নাশকতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদিকে তাঁর বাবার দেহ দাহ করার জন্য নিয়ে এল পুলিশ। রাজীব কিস্কু নামের ওই কয়েদির বাড়ি বাঁকুড়ার সারেঙ্গা থানার খয়েরপাহাড়ি গ্রামে। শনিবার সকালে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় গ্রামে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে তাঁর বাবা মারা যান। এসডিপিও (খাতড়া) কল্যাণ সিংহ রায় বলেন, “কারা দফতরের অনুমতি নিয়ে এ দিন রাজীবকে তার বাড়িতে নিয়ে আসা হয়। পরে তাকে সংশোধনাগারে ফেরত পাঠানো হয়।” গত সেপ্টেম্বর মাসে খাতড়া আদালত রাজীব-সহ সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় |