|
|
|
|
টুকরো খবর |
চোর ধরতে ডাক গুণিনের |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
চুরি গিয়েছিল পাম্পের বৈদ্যুতিক তার। চোর ধরার জন্য থানায় না গিয়ে গ্রামবাসীরা ডাকলেন গুণিনকে। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর-১ ব্লকের সড়বেড়িয়া-১ পঞ্চায়েতের ব্রাহ্মণবসান গ্রামের দক্ষিণ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে এলাকায় পানীয় জলের জন্য সরকারি ভাবে একটি স্যালো পাম্প বসানো হয়েছিল। নিয়ম অনুযায়ী, এই পাম্পের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তায় উপভোক্তাদের উপর। দিন পনেরো আগে সেটির বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। বাসিন্দারা কিন্তু পুলিশে যাননি। বদলে প্রথমে সালিশি বৈঠক ডাকেন। সেখানেও সমাধান না হওয়ায় নন্দীগ্রামের এক গুণিন ডেকে চোর ধরার সিদ্ধান্ত নেন তাঁরা। শনিবার ওই গুণিন এসে গ্রামেরই এক জনকে ‘দোষী’ সাব্যস্ত করেন। ভয়ে ওই বাসিন্দা পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ না ডেকে চোর ধরতে গুণিন ডাকলেন কেন, গ্রামবাসীরা তার কোনও সদুত্তর দিতে পারেননি। এলাকার প্রধান প্রহ্লাদ শাসমল বলেন, “বিষয়টি আমি শুনেছি। এ’ভাবে চোর ধরা যায় না।’’
|
দুর্ঘটনায় মৃত হোটেল ব্যবসায়ী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার রাধামণি বাজারের কাছে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত দেবু মান্না (৫৩) স্থানীয় কেলোমাল গ্রামের বাসিন্দা। তিনি রাধামণি বাজারের কাছে একটি হোটেলের মালিক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ৯ টা নাগাদ হেঁটে হোটেল থেকে বাড়ি ফিরছিলেন দেবুবাবু। জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে গাড়ি ও তার চালকে ধরতে তল্লাশি চলছে। |
|
|
|
|
|