|
|
|
|
|
এক ঝলকে... |
পৃথিবী
২৩ ডিসেম্বর - ২৯ ডিসেম্বর |
|
কায়রো লন্ডন ডাবলিন কারাকাস বেজিং |
|
মিশরের পার্লামেন্টে ৬৩ শতাংশ ভোট পেয়ে পাশ হল সংবিধান। প্রেসিডেন্ট মুর্সি বলেছেন, এই প্রথম মিশর একটি সংবিধান পেল, যা কোনও রাজা, স্বৈরাচারী শাসক বা ঔপনিবেশিক শক্তির তৈরি নয়। এ বার মিশরকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন। বিরোধীরা বলছেন, এই সংবিধানে ইসলামি গোঁড়ামির গন্ধ প্রকট। মুর্সি যে জাতীয় আলোচনার ডাক দিয়েছেন, বিরোধীরা তাতেও যোগ দিতে নারাজ। অতএব, আরও আন্দোলনের সাক্ষী থাকতে চলেছে তহরির স্কোয়ার।
• আইনসিদ্ধ না হওয়ায় গর্ভপাত করাতে পারেননি সবিতা হালপ্পানাভার। তাঁর মৃত্যুর পরই সে দেশের সরকার সিদ্ধান্ত করে, চিকিৎসকের সম্মতি থাকলে গর্ভপাত করানো যাবে। এই সিদ্ধান্তে ক্যাথলিক চার্চ বেজায় ক্ষুব্ধ। বড়দিনের ভাষণে চার্চের প্রধান বলেছেন, সব ধর্মপ্রাণ মানুষের এই সিদ্ধান্তের বিরোধিতা করা উচিত। সরকারের ওপর চাপ তৈরি করতে হবে।
• ভাল আছেন উগো চাভেস। ডিসেম্বরের গোড়ায় তাঁর ক্যানসারের চিকিৎসায় চতুর্থ অস্ত্রোপচার হয়েছিল। তার থেকে শ্বাসযন্ত্রে সংক্রমণ। এখন চাভেস হাঁটাচলা করছেন, ব্যায়ামও করছেন।
• বিশ্বের দীর্ঘতম বুলেট ট্রেন লাইন খুলে দিল চিন। বেজিং থেকে গুয়াংঝাও, ২২৯৮ কিলোমিটার পথ। আগে ট্রেনে সময় লাগত ২২ ঘণ্টা, এখন লাগবে মাত্র ১০ ঘণ্টা। |
• পাকিস্তানে ফিরে আসতে বাধ্য হলেন মহম্মদ নাজির। ইউটিউবে হইচই ফেলে দেওয়া ‘ওয়ান পাউন্ড ফিশ’-এর গায়কের ভিসার মেয়াদ শেষ, তিনি বেআইনি ভাবে থাকছিলেন লন্ডনে। এ দিকে, এক রেকর্ডিং সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। তাঁর এজেন্ট জানিয়েছেন, সব কাগজপত্র ঠিকঠাক করে লন্ডনে ফিরে আসতে নাজিরের কত দিন লাগবে, এখনই বলা সম্ভব নয়। |
|
মস্কো ও ওয়াশিংটন ডিসি |
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইন করে দিলেন, কোনও মার্কিন নাগরিক আর রাশিয়া থেকে শিশু দত্তক নিতে পারবেন না। আচমকা নয়, এটা হল প্রতিক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাগনিটস্কি অ্যাক্ট পাশ করেছে ২০০৯ সালে রাশিয়ার জেলে মৃত দুর্নীতি-বিরোধী আইনজীবী সের্গেই ম্যাগনিটস্কির (ছবি) নামে। এই আইন অনুসারে আমেরিকা রাশিয়ার যে নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সঙ্গে জড়িত মনে করবে, তাদের নামের কালো তালিকা তৈরি করা হবে। তাদের ভিসা দেওয়া হবে না, মার্কিন সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। রাশিয়ার উত্তর: দত্তক নিষিদ্ধ। তা ছাড়াও, কোনও মার্কিন অসরকারি সংস্থাকে রাশিয়ায় কোনও রাজনৈতিক কাজের সঙ্গেও যুক্ত থাকতে দেওয়া হবে না। এ-ও এক ঠান্ডা লড়াই। একুশ শতকের।
|
আঙ্কারা ও রাকা |
সিরিয়ার সরকারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন দেশের মিলিটারি পুলিশ বাহিনীর কম্যান্ডার আবুলাজিজ আল-শালাল (ছবি)। দেশ ছেড়েছেন তিনি। অনুমান, আশ্রয় নিয়েছেন তুরস্কে। সেই গোপন আস্তানা থেকে ভিডিয়ো-বার্তায় বললেন, তিনি যে উদ্দেশ্য নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, সরকার সেখান থেকে বহু দূরে সরে এসেছে। এখন সেনাবাহিনীর প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে খুন আর লুঠতরাজ। বিদ্রোহীদের সঙ্গে আল-শালালের যোগাযোগের পাকা খবর এখনও পাওয়া যায়নি। লক্ষণীয়, আল-শালাল যখন এই কথাগুলো বলছেন, তখনই খবর এল, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনী দেশের উত্তর প্রান্তের রাকা প্রদেশে বিপুল হামলা চালিয়েছে।
|
টরান্স, ক্যালিফোর্নিয়া |
শেষ পর্যন্ত ১১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হল টয়োটা। ২০০৯-১০ সালে হঠাৎ টের পাওয়া গিয়েছিল, আমেরিকায় তাদের একটি বিশেষ মডেলের গাড়ির ফ্লোর ম্যাট অ্যাক্সিলারেটর প্যাডলের তলায় ঢুকে যাচ্ছে, আর গাড়ির গতি নিয়ন্ত্রণহীন ভাবে বেড়ে যাচ্ছে। বেশ কয়েকটি দুর্ঘটনার পর টয়োটা সিদ্ধান্ত করে, প্রায় দেড় কোটি গাড়ি ফিরিয়ে নেওয়া হবে, এবং এই ত্রুটি সংশোধন করে দেওয়া হবে। ঝামেলা চলছে তখন থেকেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে শয়ে শয়ে গাড়ির মালিক টয়োটার বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন হয়রানি এবং বিপদের আশঙ্কা তৈরির ক্ষতিপূরণ হিসেবে। |
রোম |
ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিয়ো বের্লুস্কোনি বিবাহবিচ্ছিন্ন হলেন। প্রাক্তন স্ত্রীকে বছরে ৩ কোটি ৬০ লক্ষ ইউরো খোরপোশ দেবেন। এক অষ্টাদশী মডেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কারণেই বিচ্ছেদ। ৭৬ বছরের বের্লুস্কোনি অবশ্য এখন আর এক তরুণীর কাছে বাগদত্ত। এ দিকে, তিনি ভোটে দাঁড়াতে চাইছেন জেনে পদত্যাগী প্রধানমন্ত্রী মারিয়ো মন্টি ফের জোটের নেতা হিসেবে ভোটে দাঁড়াতে রাজি হলেন। |
শেষ পাত |
যাঁর ভয়ে গোটা দুনিয়া জবুথবু ছিল, তাঁকেও ছাড়াছাড়ি নেই। পাকিস্তানের অ্যাবটাবাদে বাড়ি বানানোর সময় ভূমি রাজস্ব দফতরের পাটওয়ারিকে ৫০,০০০ টাকা ঘুষ দিতে হয়েছিল খোদ ওসামা বিন লাদেনকেও। নিহত সন্ত্রাসবাদীর ডায়েরি থেকে তথ্যটি জানা গেল। তিনি এই পাটওয়ারির ঘুষ খাওয়ার অভ্যাসের কথা বিলক্ষণ জানতেন, ঘুষ দিয়ে দিতেই বলেছিলেন। তবে ঘুষখোরটির কোনও ধারণাই ছিল না, কার কাছে হাত পেতেছে সে। পরে পাকিস্তানি পুলিশ যখন তাকে গ্রেফতার করে, তখন সে স্তম্ভিত! একেই বলে অভ্যেস। সীমান্তের এ পারের বাবুরাও হাত পাতার আগে একটু খেয়াল রাখলে ভাল করবেন, এই আর কী... |
|
|
|
|
|