|
যথেষ্ট হয়েছে। নির্ভয় দামিনীর মৃত্যু নয়, এটা আমাদের দেশের মানবিকতার মৃত্যু। গভীর ঘুম থেকে সরকারের এ বার জেগে ওঠা দরকার।
লতা মঙ্গেশকর |
|
ভারতীয় হিসেবে নিজেকে নিয়ে গর্ব ছিল। কিন্তু না, এই দেশে আমি বড় হইনি। চাই না, আমার মেয়ে বড় হয়ে এই দেশকে চিনুক।
অভিষেক বচ্চন |
|
আমাদেরই অক্ষমতা আমাদের চোখে চোখ রাখছে। ভাবা দরকার, ঠিক কী কী ভাবে তৈরি হয় সমাজের মন, যা নারীকে সম্পত্তি ভাবতে শেখায়।
শাবানা আজমি |
|
আমরা সব ভুলে যাব, সেটাই হবে বিশ্বাসঘাতকতা। রাজনীতিকরাও সেই ভরসায় আছেন। ভুলে না যাওয়াই একমাত্র প্রায়শ্চিত্ত।
শেখর কপূর |
|
নারীমূর্তির পুজো হয় যে সব মন্দিরে, বন্ধ করে দাও। কাঁদো ভারত! নিজের মেয়ের রক্ত লেগে রয়েছে তোমার হাতে। মেয়েরা মুখ খোলো!
মহেশ ভট্ট |
|
যে দিন মেয়েরা রাতে নিরাপদে রাস্তায় বেরোতে পারবে, সে দিনই ভারত সত্যিকারে স্বাধীন হবে। গণতন্ত্রের আত্মার জন্য শান্তি কামনা রইল!
অক্ষয় কুমার |
|
ও ছিল একটা বিপ্লবের সেনানীর মতো। যদি আমরা ওকে ভুলে যাই, ওই অভিযুক্তদের থেকেও বেশি অপরাধ করব
বোমান ইরানি |
|
একটা বিপ্লব শুরু করতে কেন সব সময় কাউকে না কাউকে আত্মত্যাগ করতে হবে? তাঁর এই আত্মত্যাগ যেন বিফলে না যায়।
অজয় দেবগণ |
|
মেট্রো বা ইন্ডিয়া গেট বন্ধ করে রাখার সময় এটা নয়। ক্ষমা চাওয়ার সময়। মানুষের ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য ক্ষমা।
অনুপম খের |
|
আমরা ওকে দেখিনি, নামও জানি না। হয়তো সেই কারণেই ও আমাদের ঘরের মেয়ে হয়ে উঠেছিল। সব মেয়ের মুখেই ওর মুখ ভাসছিল।
জাভেদ আখতার |
|
আমার দেশ, আমার কান্ট্রি‘মেন’ আজ হতাশ করল। লজ্জা লাগছে, রাগ হচ্ছে। মানুষের জীবনের দাম এ দেশে এইটুকুই!
অনুষ্কা শর্মা |