চুরির অভিযোগে ধৃত এক দুষ্কৃতীকে জেরা করে খোঁজ পাওয়া গেল অন্য কয়েকটি চুরির ঘটনায় জড়িত ৩ অপরাধীর। চুরি যাওয়া জিনিসপত্রও উদ্ধার করেছে বেহালা থানার পুলিশ। পুলিশ জানায়, দিন দশেক আগে রায় বাহাদুর রোডের একটি মন্দির থেকে বিগ্রহের প্রায় দেড় লক্ষ টাকার গয়না চুরি গিয়েছিল। পুলিশ তদন্তে নেমে আগরওয়ালা গার্ডেন রোড এলাকার বাসিন্দা দেবাশিস চক্রবর্তীকে গ্রেফতার করে। তাঁকে জেরা করে খোঁজ মেলে বুড়োশিবতলার রামজিলাল সাউয়ের। অভিযোগ, ওই ‘চোরাই’ গয়না কিনেছিলেন রামজিলাল। দু’জনকে জেরার সময় দেবাশিসের এক শাগরেদ বিজন মাইতির খবর পান তদন্তকারীরা। টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় হানা দিয়ে বিজনকে ধরে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া একটি সাইকেল। বিজনের সঙ্গে কথা বলে খোঁজ মেলে একবালপুরের বর্নফিল্ড রোডের মহম্মদ আশিকের। চুরি যাওয়া একটি দামি মোবাইল ফোন পাওয়া যায় তার কাছ থেকে।
|
খাদিম কাণ্ডে অভিযুক্ত, হুজি-চাঁই মিজানুর রহমানকে জেরা করে বারাণসীর জোড়া বিস্ফোরণে উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা মৌলানা মহম্মদ মনসুর আলির ভূমিকা জানতে পেরেছে উত্তরপ্রদেশ পুলিশ। ওই মনসুরই মিজানুরকে জেহাদি ভাবধারায় উদ্বুদ্ধ করেছিল বলে গোয়েন্দাদের বক্তব্য। ২০০৬-এর মার্চে বারাণসীতে জোড়া বিস্ফোরণের সময়ে মনসুর ও মিজানুর দু’জনেই ছিল বাংলাদেশে। সেখানে বসে বারাণসীতে ওই হামলার পরিকল্পনায় মনসুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও তার প্রসঙ্গ ওই মামলার প্রধান অভিযুক্ত জালালউদ্দিন মোল্লা ওরফে বাবুভাই পুরোপুরি চেপে গিয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশ তাকে ২০০৭-এর জুনে গ্রেফতার করে। এখন সে লখনউ জেলে।
|
প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগে এক লরিচালককে গ্রেফতার করা হয়েছে। সিআইডি জানায়, ধৃতের নাম রবিকান্ত। তাঁকে কলকাতা বন্দর এলাকা থেকে পাকড়াও করেছেন গোয়েন্দারা। হাওড়ার ডোমজুর থেকে বৈদুত্যিক তার কেনিয়ায় রফতানি করে একটি সংস্থা। রবিকান্তের লরিতেই সেই মাল কলকাতা বন্দরে যায়। কেনিয়ায় পৌঁছলে দেখা যায়, প্রায় ৪০ লক্ষ টাকার তার উধাও। সংস্থার অভিযোগের ভিত্তিতে লরিচালক গ্রেফতার হয়।
|
সিগন্যালের আলো সবুজ থেকে লাল করার দাবিতে এক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। শনিবার লেকটাউন থানার বাঙুর মোড়ের ঘটনা। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টা নাগাদ তাড়াতাড়ি আলো লাল করে দিতে হবে বলে গ্রিন পুলিশদের উপরে চড়াও হয় ওই চার যুবক। পরিস্থিতি সামলাতে এগিয়ে এলে শচীদুলালবাবুর মাথায় ইটের আঘাত করে তারা।
|
তপসিয়া, তিলজলার পর এ বার কড়েয়া। শিশুচোর সন্দেহে ফের গণপিটুনিতে আক্রান্ত দেড় বছরের শিশু-সহ এক মহিলা। গত ২১ ডিসেম্বর তপসিয়া এলাকায় গণপিটুনির শিকার হন এক মহিলা। বৃহস্পতিবার রাতে তিলজলায় এক মহিলাকে শিশুচোর সন্দেহে পিটিয়ে মারা হয়। শনিবার কড়েয়ায় পুলিশ সময়মতো পৌঁছনোয় অবশ্য ফের প্রাণহানি ঘটেনি। তবে গুরুতর জখম অবস্থায় সন্তান-সহ ওই মহিলাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
|
দিল্লিতে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার মৃত্যুর দিনেই এক শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতায়। অভিযুক্ত বৃদ্ধকে ধরেছে পুলিশ। শনিবার পূর্ব যাদবপুর থানার দীনেশ নগরের ঘটনা।
|
মেরামতির জন্য উত্তর কলকাতার কাশী মিত্র শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি আজ রবিবার থেকে সাত দিন বন্ধ থাকবে। |