তদন্ত রিপোর্ট প্রকাশে বাধা দিলেন জারদারি |
বেনজির ভুট্টোর হত্যা তদন্ত রিপোর্ট প্রকাশে অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিককে বাধা দিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পাকিস্তানের ক্ষমতাসীন দল পিপিপি-র কেন্দ্রীয় কমিটির একটি বৈঠকে রেহমান মলিককে ওই ঘটনা সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বাধা দিয়েছিলেন জারদারি। যদিও মালিক আগে জানিয়েছিলেন, বেনজির হত্যা মামলার রিপোর্ট তৈরির পর সেটিকে সর্বসমক্ষে তুলে ধরবেন তিনি
|
ভারতের পাশাপাশি নেপালেও নারী নির্যাতন নিয়ে সরব হলেন মহিলারা। বেশ কিছু নেপালি মহিলা শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন। তাঁদের দাবি, নেপালে মহিলাদের উপর যারা অত্যাচার করছেন তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তাঁরা এই বিক্ষোভের সময় অনেকের সই সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই নেপালে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
|
মাদকপাচার এবং ধর্ষণে দোষী সাব্যস্ত পাঁচ জনকে শনিবার ফাঁসি দিয়েছে ইরান। এদের মধ্যে এক জন আফগান ও চার জন ইরানি। ওই আফগানের বাড়ি হেরাটে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঘটনার নিন্দা করলেও তেহরান জানিয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদণ্ড থাকা উচিত।
|
রানওয়ে থেকে হড়কে গিয়ে হাইওয়েতে উঠে পড়ল রাশিয়ার এক যাত্রিবাহী বিমান। ভেঙে তিন টুকরোও হয়ে গেল। ১২ জন যাত্রী ছিল তাতে। ঘটনায় ২ জন মারা গিয়েছেন। |