টুকরো খবর |
শিক কেটে চুরি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জানালার লোহার শিক কেটে ব্যাঙ্কের ভিতরে ঢুকে ৪ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় কোচবিহারের জোড়াইয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে বক্সিরহাট থানার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে জোড়াই শাখায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালে কর্মীরা ব্যাঙ্কে এসে বিষয়টি জানতে পারেন। চলতি মাসেই জেলার মেখলিগঞ্জ ও বাণেশ্বরে দুষ্কৃতীরা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের ঢুকে ভল্ট কেটে চুরির চেষ্টা করে। ওই দুইটি ক্ষেত্রে দুষ্কৃতীরা অবশ্য সফল হয়নি। দুষ্কৃতীদের একটি বড় চক্র জেলাজুড়ে বিক্ষিপ্তভাবে ব্যাঙ্কে হানা দিচ্ছে না কী আলাদা আলাদা চক্র ওই কাজ করছে তা অবশ্য পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের ধরার চেষ্টা শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার অন্য দিনের মত ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম হয়। নৈশপ্রহরী না থাকায় তালা দিয়ে কর্মীরা বাড়ি চলে যান। রাতে ঠান্ডা ও কুয়াশার সুযোগে দুষ্কৃতীরা ব্যাঙ্কের পিছনে দিকের একটি জানালার শিক কেটে ব্যাঙ্কের ভিতরে ঢোকে। তার আগে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন করে দেয় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র দিয়ে লোহার ভল্ট কেটে চার লক্ষ পাঁচ হাজার টাকার হাতিয়ে চম্পট দিয়েছে দলটি। এদিন ব্যাঙ্কে এসে কর্মীরা ঘটনা দেখে পুলিশে খবর দেন। জোড়াইয়ে যান উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের কোচবিহারের রিজিওন্যাল ম্যানেজার তপন ঘোষ। তিনি বলেন, “জেলায় আমাদের ৫০টি শাখা রয়েছে। এর আগেও দুইটি ব্যাঙ্কে চুরির চেষ্টা হয়। এবার জোড়াইতে চুরি হল। আমরা উদ্বিগ্ন। পুলিশকে দুষ্কৃতীদের দ্রুত ধরতে বলা হয়েছে।”
|
অনুত্তীর্ণদের পাশ, নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এমবিএ (মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগে ফেল করা ছাত্রছাত্রীদের বিশেষ পরীক্ষা নিয়ে ‘পাশ’ করিয়ে দেওয়া হয়েছে। গত নভেম্বর মাসে ওই পরীক্ষা নেওয়া এবং তার ফল প্রকাশ পেলে দেখা যায় বিভিন্ন বিষয়ে যাঁরা ফেল করেছিলেন তাঁরা প্রায় সকলেই ‘বিশেষ পরীক্ষা’য় পাশ করেছেন। উপাচার্য সমীর কুমার দাস বলেছেন, “পাঠ্যক্রম এবং পরীক্ষা পদ্ধিতে কিছু নতুন বিষয় আনা হয়েছিল। তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাতে ছাত্রছাত্রীরা যে সমস্যা জানিয়েছিল তা যুক্তিসঙ্গত। সেই কারণেই বিশেষ পরীক্ষা নেওয়া হয়েছে।” এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগের দাবি, এমবিএ বিভাগটি ‘প্রফেশনাল কোর্স’। সে ক্ষেত্রে সমস্যা হলে বিশ্ববিদ্যালয়ে ওই পাঠ্যক্রমের যে নিয়ম রয়েছে তা বাইরে গিয়েও উপাচার্য সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সেমিস্টারের পরীক্ষার ৬ টি বিষয়ের মধ্যে দ্বিতীয় সেমিস্টারে ১১ জন (৪০ জনের মধ্যে) পাশ করতে পারেননি। একটি বা ২টি বিষয়ে পাশ করেননি যাঁরা তাঁরা পরে ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষা দিতে পারেন। সে রকম ২৬ জন ছিলেন। চতুর্থ সেমিস্টারে ৮ জন পাশ পারেননি। এ বার প্রায় সকলেই পাশ করেছেন।
|
শীতের কোপ, ফের মৃত্যু চাঁচলে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
কনকনে ঠান্ডায় কাহিল হয়ে বৃহস্পতিবার রাতে আর এক জনের মৃত্যু হল চাঁচলের বলরামপুরে। দু’দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। গত বুধবার রাতে বলরামপুরে দু’জন সহ চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মারা যায় ৪ দিনমজুর। ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন ৫ জন। তাঁদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে মারা যান। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপক ঘোষ (৪৬)। মৃত্যুর সংখ্যা বেড়ে চললেও এলাকায় ত্রাণের কম্বল পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও শুক্রবার চন্দ্রপাড়া সহ কয়েকটি এলাকায় বাসিন্দাদের সচেতন করতে প্রচার শুরু করে স্বাস্থ্য দফতর। অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি করানো সহ কেমন করে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব তা নিয়ে স্বাস্থ্যকর্মীরা প্রচার করেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মৃত দীপকবাবুও বিপিএল তালিকাভূক্ত। ক’বছর আগে আগুনে বাড়ি পুড়ে যাওয়ার পর থেকে মহানন্দা নদীর ধারে পাটকাঠির বেড়া দেওয়া ঘরে বসবাস করতেন ওই ব্যক্তি। গরুর দুধ দুইয়ে সামান্য আয়ে সংসার চলত। চাঁচল-২ পঞ্চায়েত সমিতির বিরোধী কংগ্রেস দলনেতা আব্দুল বাই বলেন, “ঠান্ডায় কাহিল হয়ে দীপকবাবুর মৃত্যু হয়েছে। কিন্তু প্রশাসনের কেউ এখনও এলাকায় যাননি। ত্রাণ বিলিও শুরু হয়নি। এই সময় কম্বল দেওয়া হলে গরিব মানুষেরা উপকৃত হত।” মালদহ জেলা ত্রাণ আধিকারিক সুব্রত মুখোপাধ্যায় অবশ্য বলেন, “এখনও জেলায় ত্রাণ এসে পৌঁছায়নি। পেলে তা ব্লকে পৌঁছে দেওয়া হবে। মৃত্যুর ঘটনা নিয়ে ব্লকের রিপোর্ট চাওয়া হয়েছে।” এ দিকে ত্রাণ সামগ্রী না পৌঁছলেও স্বাস্থ্য দফতর থেকে শিশু, গর্ভবতী মহিলা ও বৃদ্ধদের প্রত্যেককে যতটা সম্ভব গরম পোষাকে ঢেকে রাখার উপরে খেয়াল রাখতে বলা হচ্ছে। এ ছাড়াও ঠান্ডায় কাবু হলে রোগীকে যতটা দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
|
নদী বাঁধে কাজ বন্ধ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
নিম্ন মানের কাজের অভিযোগে মহানন্দা বাঁধের উপরে পাকা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন বাসিন্দাদের একাংশ। চাঁচল মহানন্দপুরে শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। বাসিন্দাদের অভিযোগ, দু’সপ্তাহ ধরে নিম্ন মানের কাজ হচ্ছে দেখে শিডিউল দেখতে চাওয়া হয়। প্রথমে বলা হয় কয়েক দিনের মধ্যে তা দেখানো হবে। পরে জানানো হয় সেটা পঞ্চায়েত প্রধানের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ দিন প্রধানের সঙ্গে যোগাযোগ করে ওই শিডিউলের খোঁজ না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা কাজ বন্ধ করে দেন। তাঁরা জানিয়ে দেন, শিডিউল না দেখানো পর্যন্ত কাজ করতে হবে না। মহানন্দা এমব্যাঙ্কমেন্টের নির্বাহী বাস্তুকার জয়প্রকাশ পাণ্ডে বলেন, “বাঁধের রাস্তার কাজ বন্ধ হওয়ার কথা কেউ আমাকে জানায়নি। কাজে গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে শিডিউল তো প্রত্যেককে দেখানো সম্ভব নয়। নিয়ম মেনে কেউ আবেদন করলে সেটা দেওয়া হবে।” মহানন্দা বাঁধের উপরে ৪৮ কিমি পথ পাকা করতে ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ড ২৩ কোটি টাকা বরাদ্দ করে। একমাস আগে কাজ শুরু হয়। রাস্তা হবে বাঁধ বরাবর রতুয়ার চাতোর থেকে চাঁচল হয়ে হরিশ্চন্দ্রপুরের কুশিদা পর্যন্ত। প্রিয়রঞ্জন দাশমুন্সি জলসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকার সময় ওই রাস্তাটি পাকা হয়। কিন্তু কয়েক বছরে রাস্তাটি এতটাই বেহাল যে তা যাতায়াতের অযোগ্য। ৪টি ব্লকের কয়েকটি পঞ্চায়েত এলাকার লক্ষাধিক মানুষের যাতায়াতের পথ বাঁধ রোড। বাসিন্দারা জানান, যত পাথর বিছিয়ে দেওয়ার কথা সেটা হচ্ছে না। তাই শিডিউল দেখতে চাওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দা তৃণমূলের চাঁচল-১ ব্লক সভাপতি ইন্তেহাসানুল হক রুমন বলেন, “কাজ নিম্নমানের হচ্ছে বলে মনে হচ্ছে। যদি সেটা না হয়ে থাকে শিডিউল দেখাতে আপত্তি কেন!” মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান ফাইয়াজ আলম বলেছেন, “আমাকে শিডিউল দেওয়া হয়নি।”
|
ছাত্রের মৃত্যু, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
ট্রাক্টরের ধাক্কায় ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হল। মালদহের চাঁচলের রাণিকামাত-কদমতলায় ৮১ নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুরে ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম ইয়াসিন আলি (২৩)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুরে। চাঁচল কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র ছিল সে। দুর্ঘটনার পরে ট্রাক্টরটি ভেঙে গুঁড়িয়ে দেয় বাসিন্দাদের একাংশ। সেই সঙ্গে ট্রাক্টরের দৌরাত্ম্য রুখতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে প্রায় দু’ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। চালককে ধরা না হলে পুলিশকে দেহ তুলতে বাধা দেয় তাঁরা। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। চাঁচলের আইসি জয়ন্ত লোধ চৌধুরী বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ওই গাড়ির চালকের খোঁজে তল্লাশি চলছে।” বাসিন্দারা জানান, সাইকেলে চেপে চাঁচলে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টর ধাক্কা মারে ইয়াসিনকে। ঘটনাস্থলেই সে মারা যায়।
|
ধান কিনতে ফের শিবির
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
সরকারি সহায়ক মূল্যে দ্বিতীয় দফায় ধান কিনতে উদ্যোগী হল মালদহের চাঁচল মহকুমা প্রশাসন। ৬টি ব্লকে শুক্রবার দিন প্রথম দফায় ধান কেনা শেষ হয়। এ দিন প্রথম দফার শেষ শিবিরটি হয় চাঁচল-২ ব্লকে। এ দিনই প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয় জানুয়ারি মাসে দ্বিতীয় দফায় ফের ধান কেনা শুরু হবে। চাঁচলের মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত বলেন, “প্রান্তিক চাষিরা যেন বঞ্চিত না হয় সে দিকে বেশি নজর রাখা হচ্ছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমার ৬টি ব্লকে ১২টি শিবিরে প্রায় ২১ হাজার কুইন্টাল ধান কেনা হয়েছে। ২ ২৩৬ জন চাষি ধান বিক্রির সুযোগ পেয়েছেন। জানুয়ারি মাসেও ৬টি ব্লকে ১২টি শিবিরে ধান কেনা হবে। চাঁচল-১ ব্লকে ৭ জানিয়ারি এবং ১৮ জানুয়ারি, চাঁচল-২ ব্লকে ১১ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি, রতুয়া-১ ব্লকে ৪ জানুয়ারি এবং ২১ জানুয়ারি, রতুয়া-২ ব্লকে ১০ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে ৯ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি, হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে ২ জানুয়ারি এবং ১৬ জানুয়ারি শিবির হবে।
|
দোকানে গুলি, জখম
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
দোকানে বসে গল্প করার সময় বাইকে চেপে এসে এক তৃনমূল কর্মীকে গুলি করে পালাল দুই দুষ্কৃতী। মালদহের কালিয়াচকে উত্তর দরিয়াপুর নয়াবস্তি এলাকায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। আহতের নাম জাকির শেখ (৪৫)। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। গুলি লাগে জাকির শেখের পেটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বাড়ি তৈরির উপকরণের দোকানে বসে গল্প করার সময় তাঁর উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। জাকির শেখ কংগ্রেস করলেও সম্প্রতি তৃনমূলে যোগ দেন। জমি নিয়ে পুরানো একটি বিবাদের জেরে ওই হামলা বলে সন্দেহ পুলিশের। কংগ্রেস তৃণমূল দুই পক্ষই পরস্পরের নাম নালিশ জানায়।
|
পাচারকারী সন্দেহে ধৃত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
নারী পাচারচক্রে যুক্ত অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে চোপড়ার পুলিশ। তা ছাড়া শুক্রবার চোপড়ার আরও দুটি আলাদা ঘটনায় নিখোঁজ থাকা ২ জন মেয়েকে দিল্লি ও গোয়া থেকে পুলিশ উদ্ধার করে। ওই ঘটনায় যুক্ত থাকায় আরও ২ জনকে আটক করে চোপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি চোপড়ায় একটি নারী পাচার চক্রের হদিস পেতে স্থানীয় পুলিশ উদ্যোগী হয়। তাদের ২টি দল দিল্লিতে এবং একটি দল গোয়ায় পৌঁছয়। চোপড়া পুলিশের ৩ দলের শুক্রবার রাতেই ফেরার কথা।
|
হাসি-আড্ডা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
হাসলে মন ভাল থাকে। তাই সেই হাসিকে কেন্দ্র করেই ইসলামপুরে জমে উঠেছিল এক হাসির আড্ডা। সম্প্রতি ইসলামপুর লাফিং ক্লাবের উদ্যোগে ইসলামপুর সংশোধনাগারের অনুষ্ঠিত হয় ওই হাসির আড্ডা। সেই আড্ডায় উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক, নানা স্কুলের শিক্ষক, কবি সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে। উদ্যোক্তাদের দাবি, হাসলে আয়ু বাড়ে সে কারণেই এই উদ্যোগ।
|
যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ছাত্র যুব উৎসবের ইসলামপুর ব্লকের অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইসলামপুরের সূর্যসেন মঞ্চে। উদ্বোধন করেন মন্ত্রী আবদুল করিম চৌধুরী। এ দিন নানা সাংষ্কৃতিক অনুষ্ঠানও হয়। ইসলামপুর মহকুমার এবং ব্লকের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মন্ত্রী করিম চৌধুরী প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান-এর করা মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন বক্তব্যের সমালোচনা করেন।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। আহত হয়েছেন আরও এক জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে কালচিনি থানার মেন্দাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। ট্রাকটির চালককে গ্রেফতার করছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বণিক অধিকারী (৫৫)। শালকুমারহাট এলাকার এক ব্যবসায়ী বণিকবাবু ও আর এক ব্যক্তি মোটর বাইকে মেন্দাবাড়ি আসছিলেন। রাত সাড়ে আটটার নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়কে মেন্দাবাড়ির কাছে এক ট্রাক বাইকটিকে ধাক্কা মারে। |
|