মুখ্যমন্ত্রীর প্রতি আনিসুর রহমানের বক্তব্যের প্রতিবাদে দলীয় মিছিল বার করে সিপিএম পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে বাম নেতাদের ‘বাংলা ছাড়া’ করার হুমকি দিলেন তৃণমূল নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে শিলিগুড়ি শহরের কলেজপাড়া থেকে ওই মিছিল হয়। হাসমিচক হয়ে মিছিলটি দাঁড়িয়ে পড়ে হিলকার্ট রোডের সিপিএম পার্টি অফিসের সামনে। মিনিট দশেক মিছিল থেকে সিপিএম নেতাদের নামে ধিক্কারের পাশাপাশি ‘ওয়াক-থুঃ’ স্লোগানও দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ মিছিলটিকে এগিয়ে দেয়। ইতিমধ্যে ব্যবসায়ীরা তো বটেই সিপিএম পার্টি অফিস থেকে নেতা, কর্মীরা বেরোন। তাঁরা জানান, অতীতে এক দলের বিরুদ্ধে অন্য দলের মিছিল, বিক্ষোভ হলেও পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেনি। তৃণমূলের পক্ষে কৃষ্ণ পালের বক্তব্য, “সিপিএম কুরুচিকর মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে যে ভাবে অপমান করছে, রাজ্যের মানুষ আগামী দিনে ফের তার জবাব দেবেন।” এ ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছেন বাম নেতারা। দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য বলেন, “আনিসুর রহমান যা বলেছেন তা আমাদের পার্টি সমর্থন করে না। উনি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। আর তৃণমূল নেতা-নেত্রীদের কথা কম বলাই ভাল। ওঁরা কী কী বলেন তা বহু বার প্রকাশ্যে এসেছে। আমাদের পার্টি অফিসের সামনে মিছিল নিয়ে ওঁরা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন। এটা শিলিগুড়িতে কোনও দিন হয়নি।” অশোকবাবু জানান, যা হয়েছে তা ঠিক নয়। তৃণমূল নেতাদের বিষয়টি দেখা দরকার।
তৃণমূল যুব এবং মহিলা কংগ্রেসের নামে মিছিলের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) রুদ্রনাথ ভট্টাচার্য, পুরসভার মেয়র পারিষদ কৃষ্ণ পাল, সৌমিত্র কুন্ডু, চেয়ারম্যান নান্টু পাল, দীপক শীল, মনোজ বর্মা, ধীমান বসু, সুস্মিতা সেনগুপ্ত-সহ দলের কাউন্সিলর, মহিলা এবং ছাত্র যুবরা। তৃণমূল কর্মীদের হাতে ‘ছিঃ’ লেখা অসংখ্য প্ল্যাকার্ড এবং ব্যানারও ছিল। বিধায়ক রুদ্রনাথবাবু বলেন, “সিপিএমের বিধায়ক আনিসুর রহমান দীর্ঘ দিন ধরে মন্ত্রীও ছিলেন। উনি যা বলেছেন তা শুধু মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নন, বাংলার মহিলাদের অপমান। এমন নেতাদের বাংলায় থাকা উচিত নয়। আমরা তাই সিপিএম নেতাদের জানিয়ে এসেছি।”
রায়গঞ্জে ধিক্কার মিছিল করেন মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়গঞ্জের বিন্দোলে কর্মিসভা হয়। ধিক্কার মিছিলে সামিল হন আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার, জেলা তৃণমূলের দুই প্রাক্তন সভাপতি তিলক চৌধুরী ও দিলীপ দাস। বুধবার ইটাহারে দলের কৃষক সভার সমাবেশে নারী নির্যাতন এবং ধর্ষিতাদের ক্ষতিপূরণের সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে সিপিএম বিধায়ক আনিসুর রহমানের মুখ্যমন্ত্রীর উদ্দেশে করা মন্তব্য নিয়ে রাজ্যে প্রতিবাদের ঝড় ওঠে। |