বইমেলা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সোমবার থেকে শুরু হচ্ছে কোচবিহার জেলা বইমেলা। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। রাসমেলা মাঠে আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এ বার মেলার উদ্বোধন করবেন মনীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ রায়। বইমেলা কমিটির সভাপতি অতিরিক্ত জেলাশাসক সুদীপ মিত্র এদিন বলেন, “মেলা ১২০টি স্টল থাকবে। ৮৭টি প্রকাশন সংস্থা অংশ নিচ্ছে।” দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রবেশ মূল্য ৩ টাকা। ছাত্র-ছাত্রীদের টিকিট লাগবে না। যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “এ বার বই মেলায় স্থানীয় ও বাইরের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আশা করছি এ জন্য ভিড় বেশি হবে।”
|
হস্তশিল্পের প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
চিত্রশিল্প ও হাতের কাজের প্রদর্শনী হল ইসলামপুরে। সম্প্রতি শহরে বাস টার্মিনাস অঞ্চলে বন্দনা কলানিকেতন নামে একটি সংস্থার উদ্যোগে এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। ইসলামপুরের খুদে শিল্পীদেরও চিত্রকলা ও কারুকার্য স্থান পেয়েছে ওই প্রদর্শনীতে। লেই দি এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করেন প্রদর্শনীর উদ্যোক্তারা।
|
বালুরঘাটের নাট্যমন্দির মঞ্চে অনুষ্ঠান। ছবি: অমিত মোহান্ত। |
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে গত শনিবার বালুরঘাটের নাট্যমন্দির মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যায় খুদে বালিকাদের কয়েকটি দলের নৃত্যগীতি অনুষ্ঠান দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠানে বালুরঘাট থানার পক্ষ থেকে সুস্থ পরিবেশ বজায় রেখে দুর্গাপুজো পরিচালনার জন্য ৬টি পুজো উদ্যোক্তাকে শারদ সম্মান দিয়ে সম্মান জানানো হয়। সকালে পুলিশ লাইন মাঠে ২০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে জেলা পুলিশ দলকে হারিয়ে জয়ী হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব।
|
• ২৪ ডিসেম্বর দীনবন্ধু মঞ্চে উত্তাল নাট্য সংস্থার দুটি নাটক ‘জাম্বো’ এবং ‘পুষ্পলতা’ মঞ্চস্থ হয়ে গেল। মোহিত চট্টোপাধ্যায়ের জাম্বো বড়দের ভাল লেগেছে। পুষ্পলতার নির্দেশক পলক চক্রবর্তী। মেয়েরা পরিবেশন করেন।
• ৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আয়োজিত নাট্য মেলায় কলকাতার মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল শিলিগুড়ির উত্তাল নাট্য সংস্থার নাটক ‘খারিজ’। হরিমাধব মুখোপাধ্যায়ের রচিত এবং নির্দেশিত নাটকটি আজও সমানভাবে জনপ্রিয়।
|
শিলিগুড়ির ২৭ নম্বর ওয়ার্ডে পুর-উৎসবের পদযাত্রা।—নিজস্ব চিত্র। |