অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হওয়ার কারণেই মানবাজারের বধূ উমা চক্রবর্তীর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের পর জানাল বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার মেডিক্যাল কলেজের মর্গে তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। বুধবার পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেওয়ার কিছু পরেই তাঁর রক্তক্ষরণ শুরু হয়। প্রথমে নার্সরা বিষয়টি গুরুত্ব দেননি ও পরে তাঁর শরীরে ঠান্ডা রক্ত চালানো হয় বলে অভিযোগ তোলেন পরিবার। বুধবারই বোকারোর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার পথে তাঁর মৃত্যু হয়। বধূটির পরিবার ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছিল। বাঁকুড়া মেডিক্যাল কলেজ সূত্রে জানানো হয়েছে, অন্য দেহের ময়নাতদন্তের পর রুটিন মাফিক যে ভাবে কলকাতায় ফরেনসিক পরীক্ষার জন্য দেহের কিছু অংশ পাঠানো হয়, উমাদেবীর দেহেরও কিছু অংশ তাঁরা সেখানে পরীক্ষার জন্য পাঠাবেন। এ দিন মর্গ থেকে উমাদেবীর দেহ নিয়ে ফেরার পথে তাঁর স্বামী মৃণাল চক্রবর্তী অভিযোগ করেন, “পুরুলিয়া হাসপাতাল কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নিলে স্ত্রীকে হারাতে হত না। তদন্ত করে দোষিদের শাস্তি দিতে হবে।” তাঁর আত্মীয় সুদীপ মুখোপাধ্যায় বলেন, “মৃত্যুর কারণ জানার অধিকার আমাদের রয়েছে। তাই ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছি।” পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালের সুপার নীলাঞ্জনা সেন বলেন, “তদন্ত কমিটি গড়েছি। আশাকরি এক সপ্তাহের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা পড়বে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
|
সাঁইথিয়া দেড়িয়াপুর পঞ্চায়েতের উদ্যোগে সিউড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘ-সহ দু’টি বেসরকারি সংস্থার সহযোগিতায় শুক্রবার স্বাস্থ্যমেলা হয়েছে দেড়িয়াপুর হাইস্কুলে। ১৫-২০টি গ্রাম ও এলাকার বাইরের বহু মানুষ এই মেলা থেকে চিকিৎসার সুযোগ পেয়েছেন। ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক স্বামী শুভানন্দ বলেন, “মাঝে মধ্যে যদি কয়েকটি গ্রাম ধরে এ ধরনের মেলা করা যায়, তা হলে অনেকেই চিকিৎসার সুযোগ পাবেন। একই সঙ্গে স্বাস্থ্য সচেতনও করা যাবে।”
|
ইএলএফ৫ নামে এক প্রোটিনের উপস্থিতিকেই স্তন ক্যানসারের বাড়বৃদ্ধির জন্য দায়ী করলেন অস্ট্রেলিয়ার এক দল গবেষক। তাঁরা জানান মানব দেহে ওই প্রোটিনের উপস্থিতি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেয় অনেকাংশে। ফলে বেশির ভাগ ক্ষেত্রেই ঠিকঠাক কাজ করে না ক্যানসার নিরাময়ের ওষুধগুলি।
|
বিনা খরচে তিন দিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হল রানিগঞ্জের অমৃতকুঞ্জ আশ্রমে। শুক্রবার ওই শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় স্নায়ু ও হৃদরোগের উপর। প্রথম দিন ২৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। |