আজকের শিরোনাম
দিল্লির গণধর্ষণকাণ্ডে তরুণীর মৃত্যু, জারি সতর্কবার্তা
১৩ দিন লড়াই করার পর গতকাল রাত ২.১৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হল দিল্লির গণধর্ষণকাণ্ডে নিগৃহীত তরুণীর। গত কাল রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। চিকিত্সক পি কে ঝা জানিয়েছেন, এয়ার অ্যাম্বুল্যান্সের ধকল সহ্য করতে না পারায় তরুণীর মৃত্যু হয়েছে। আজ বিকেল ৩.৩০ নাগাদ বিশেষ বিমানে তাঁর দেহ দিল্লিতে আনা হবে বলে সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনারের দফতর থেকে জানানো হয়েছে। এ দিকে, তরুণীর মৃত্যুর খবর দেশে পৌঁছতেই দিল্লি জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়া গেট যাওয়ার সমস্ত রাস্তা ও ১০টি মেট্রো স্টেশন। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বাড়ি ও রাইসিনা হিল মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। আজ সকালে সংবাদ মাধ্যমে শীলা দীক্ষিত রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন শান্তি বজায় রাখার জন্য। তরুণীর আত্মার শান্তি কামনা করে ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রাজধানীতে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে আমাদের নজর রাখতে হবে।’’ অন্য দিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তার কথা ভেবেই সমস্ত মেট্রো শহরগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। এ দিকে, দিল্লি পুলিশ সূত্রে খবর, দোষীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

আই লিগে ২ বছর সাসপেন্ড মোহনবাগান
গত ৯ ডিসেম্বর ডার্বিকাণ্ডে দোষী সাব্যস্ত হল মোহনবাগান। আজ আই লিগের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ বছরের জন্য সরকারি ভাবে সাসপেন্ড ঘোষণা করল কমিটি। আই লিগ আইনের ২২ নম্বর ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২০১৫ পর্যন্ত আই লিগে খেলতে পারবে না মোহনবাগান। কিন্তু ফেড কাপ-সহ অন্যান্য টুর্নামেন্টে অংশ নিতে পারবে। পাশাপাশি, বিশাল অঙ্কের টাকা জরিমানাও করা হবে, তবে তার পরিমাণ পরবর্তী বৈঠকে ঠিক করা হবে। অন্য দিকে, প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে ওডাফাকেও দু’বছরের জন্য সাসপেন্ড করা হতে পারে।

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার টনি গ্রেগ
মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট ধারাভাষ্যকার টনি গ্রেগ। তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। ইংল্যান্ডের এই ক্রিকেট তারকার জন্ম ১৯৪৬ সালে দক্ষিণ আফ্রিকায়। পুরো নাম অ্যান্থনি উইলিয়াম গ্রেগ। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন। ১৯৭২-৭৭ সালের মধ্যে খেলেছেন ৫৮টি টেস্ট। অধিনায়কত্ব করেছেন ১৪টি টেস্টে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.