ভর্তুকির গ্যাস সিলিন্ডারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ায় শহরের স্কুলে মিড-ডে মিল প্রকল্প নিয়ে এমনিতেই সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে গ্রামের স্কুলেও কাঠ-কয়লার পরিবর্তে গ্যাসে দুপুরের খাবার তৈরির নিয়ম চালু করার দাবি তুললেন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। এই দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মিড-ডে মিল প্রকল্পে কর্মরত মহিলারা। বেতন বৃদ্ধি ও আরও কর্মী নিয়োগের দাবিও জানানো হয়। এখন ওই প্রকল্পে ২৫ জন পড়ুয়া-পিছু রান্নার কর্মীর বেতন বাবদ মাসে এক হাজার টাকা, ১০০ জন পড়ুয়া-পিছু দু’হাজার টাকা দেওয়া হয়। মিছিলে আসা নমিতা সর্দার, বেলা দাসদের অভিযোগ, বছরে ১২ মাসের জায়গায় ১০ মাসের বেতন পাওয়ায় সংসার চালানোই দায়। তাঁদের কথায়, “মিড-ডে মিল কর্মী কম থাকায় কাজের চাপ বেশি। কাঠ-কয়লায় রান্না করতেও সমস্যা হয়।” গ্রামাঞ্চলে গ্যাসে মিড-ডে মিল রান্নার দাবি ‘অবাস্তব’ বলে মনে করছে স্কুলশিক্ষা দফতর। এক আধিকারিক জানান, ১০ মাসের বেতন দেওয়ার নিয়ম কেন্দ্রের। কর্মীর অভাবের কথা মানতে চাননি তিনি।
|
লেভি না-দেওয়ায় বর্ধমান ও বাঁকুড়ার দু’টি চালকলের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় এফআইআর করেছে খাদ্য দফতর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার বলেন, “ওই দু’টি চালকল সরকারি দামে ধান কিনে রাজ্যকে চাল দেয়নি। তাদের কাছে দেড় হাজার কুইন্টালেরও বেশি চাল পাওনা।” দু’টি চালকলকেই কালো তালিকাভুক্ত করা হয়েছে। লেভি ফাঁকির ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। খাদ্য দফতরের খবর, এ বার রেশন দোকানের সাইনবোর্ডের রং-ও হবে নীল-সাদা।
|
রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূল সমর্থক। শুক্রবার বীরভূম জেলার নানুরের বিনাড়া গ্রামের ঘটনা। মৃত হারাধন মেটের (৩৫) বাড়ি ওই গ্রামেই। বাসিন্দাদের মতে, গোষ্ঠীদ্বন্দ্বেই এই খুন |