আগের ঠিকা কর্মীদের স্থায়ীকরণ না করা গেলে নতুন করে ঠিকা কর্মী নিয়োগ করা যাবে না। জনস্বাস্থ্য কারিগরী দফতরের বাঁকুড়া অফিসে এই দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল সিটু ও ডিওয়াইএফের সদস্যেরা। সিটু অনুমোদিত জনস্বাস্থ্য কারিগরী দফতরের ঠিকা শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিকাশ মুখোপাধ্যায় ও বাঁকুড়া জেলা ডিওয়াইএফ-র সভাপতি সুজয় চৌধুরীর দাবি, “বিভিন্ন জেলা থেকে অস্থায়ী ঠিকা কর্মীদের এখানে নিয়োগ করা হচ্ছে। কিন্তু আগে থেকে এখানে কাজ করা ৩০০ জন ঠিকা শ্রমিকের স্থায়ীকরণ এখনও হয়নি। তার আগে ওই নিয়োগ আমরা মানব না।” জনস্বাস্থ্য কারিগরী দফতরের বাঁকুড়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরেশ রায় বলেন, “ওঁদের স্মারকলিপি পেয়েছি। ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।”
|
পড়শির বাড়িতে ঢুকে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মানবাজার থানা এলাকার ঘটনা। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মেয়ে বাড়িতে একা ছিল। ওই সময় অভিযুক্ত যুবক তাকে একা পেয়ে শ্লীলতাহানি করে। মেয়ে চেঁচামেচি করায় যুবক পালিয়ে যায়। মিথ্যা অভিযোগে তাপসকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন কাকা। শুক্রবার অভিযুক্তকে পুরুলিয়া আদালতে হাজির করানো বিচারক তার জামিন মঞ্জুর করেন।
|
নিহত দলীয় কর্মীদের স্মরণে শুক্রবার নিতুড়িয়ার গুনিয়াড়াতে শহিদ মেলা করল তৃণমূল। ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ, পাড়ার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি প্রমুখ। বছর খানেক খুন হওয়া স্থানীয় দুই দলীয় কর্মী মুরারি বাউরি ও দেবদাস বাউরি-র স্মরণে এই মেলার শুরু। পরে নিহত ব্লক সভাপতি শশীভূষণ প্রসাদ যাদব ও কর্মী সুশীল মাণ্ডির স্মরণে মেলার পরিসর বাড়ে।
|
পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর আয়োজিত তিন দিনের বিষ্ণুপুর সাংস্কৃতিক ও পর্যটন উৎসব শুরু হল শুক্রবার। এ দিন সন্ধ্যায় হাইস্কুল মাঠে পঞ্চম বর্ষের এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রথম দিন উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন উস্তাদ রাজা আলি খান। ছিলেন সিনম বসু সিং ও সহযোগী শিল্পীদের মণিপুরী নৃত্য। সঙ্গে বিষ্ণুপুর ঘরানার অহিদাস চক্রবর্তী এবং অনুপম আচার্যের সঙ্গীতানুষ্ঠানও। অন্য দিকে, বাঁকুড়ায় এ দিন ২৮তম বাঁকুড়া বইমেলার সূচনা হয়। উদ্বোধন করেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। ৭৫টি বই প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে এ বারের মেলায়। মেলা মঞ্চে প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাচক্র। মেলা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। |