টুকরো খবর |
স্কুলের নির্বাচন স্থগিত, ঘেরাও রায়দিঘিতে |
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
স্কুল পরিচালন সমিতির নির্বাচন স্থগিত করে দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ সহকারী শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি হেমন্তকুমারী হাইস্কুলে। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর ওই স্কুলের নির্বাচনের দিন ঠিক হয়েছিল। শুক্রবার সংশ্লিষ্ট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজনকুমার ভুঁইঞা ওই দিন ভোট স্থগিত রাখার কথা জানান। এই খবর জানাজানি হওয়ার পরই অভিভাবককেরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই পরিস্থিতি। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, “৩০ ডিসেম্বর রায়দিঘি থানা এলাকায় আরও তিনটি স্কুলে নির্বাচন হওয়ার কথা। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থার অভাবের কারণে ওই স্কুলে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।” প্রশাসন সূত্রে খবর, ৬ জানুয়ারি ওই স্কুলে নির্বাচনের দিন ঠিক হয়েছে। বিক্ষোভকারী ইয়াসিন গাজি বলেন, “আমাদের না জানিয়ে নির্বাচন বন্ধ করা হয়েছে। তার প্রতিবাদেই আমরা বিক্ষোভ দেখিয়েছি।” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মোবাইল বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
গলায় ফাঁসের দাগ, গৃহবধূর দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
ঘরের বিছানায় পড়ে থাকা এক বধূর মৃতদেহ বৃহস্পতিবার রাতে বনগাঁ থানার বক্সি পল্লি এলাকা থেকে উদ্ধার করল পুলিশ। মৃতার নাম সুমিত্রা বিশ্বাস (২৩)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুমিত্রার স্বামী মুম্বইতে হাতুড়ে চিকিৎসকের কাজ করেন। দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। দিন কয়েক আগে সুমিত্রা গোপালনগরের কল্যাণপুরে বাপেরবাড়িতে মেয়েকে রেখে আসেন। তার পর থেকে বাড়িতে একাই ছিলেন। মঙ্গলবার রাতে তাঁকে এলাকার মানুষ শেষ বার দেখেছেন। বৃহস্পতিবার সকালে সুমিত্রার দিদি দীপালি বিশ্বাস চেষ্টা করেও ফোনে বোনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বিকেলে বোনের বাড়ি গিয়ে দেখেন দরজা ভেজানো। ভিতরে ঢুকতেই বোনের দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের মাধ্যমে পুলিশে খবর দেন তিনি। থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করলেও তা কারও নামে করেননি দীপালিদেবী। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে। সুমিত্রার মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
|
শারদ সম্মান মিনাখাঁয় |
নিজস্ব সংবাদদাতা • মিনাখাঁ |
|
—নিজস্ব চিত্র। |
সুন্দর মণ্ডপ, প্রতিমা এবং পরিবেশ তৈরির জন্য সম্প্রতি ‘শারদ সম্মান’ দেওয়া হল মিনাখাঁর চারটি ক্লাবকে। মিনাখাঁ থানার উদ্যোগে থানারই মাঠে এক অনুষ্ঠানে ওই প্রতিযোগিতায় প্রথম মালঞ্চ লোটাস ক্লাব, দ্বিতীয় দ্বিতীয় কালিতলা মহাশক্তি সঙ্ঘ এবং তৃতীয় বামনপুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে পুরস্কৃত করা হয়। বিশেষ পুরস্কার পেয়েছে উত্তর আখড়াতলা সোনালি সঙ্ঘ। বিশিষ্ট যাত্রাশিল্পী তথা প্রাক্তন পুলিশ অফিসার শান্তিময় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ এবং থানা চত্বর সাজানো ছাড়াও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমাশাসক শ্যামল মণ্ডল, বিধায়ক ঊষা মণ্ডল, তৎকালীন এসডিপিও আনন্দ সরকার, ওসি গৌতম মিত্র প্রমুখ।
|
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ |
নিজস্ব সংবাদদাতা • মিনাখাঁ |
ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে মিনাখাঁ থানার হাসপাতাল মাঠ থেকে মহিদুল মোল্লা ও আমিনুর মোল্লাকে ধরে পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ৮-১০ জনের দুষ্কৃতী দল স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছে। ওসি গৌতম মিত্র বাহিনী নিয়ে এলাকায় পৌঁছন। ধরা পড়ে যায় দু’জন। গুলি-ভর্তি রিভলবার উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে নানা অসামাজিক কাজের নালিশ আছে।
|
পথ দুর্ঘটনায় মৃত ২ জন |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
পৃথক দু’টি পথ দুর্ঘটনায় বনগাঁ মহকুমায় মৃত্যু হল দু’জনের। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে গাইঘাটার যশোহর রোডে গাড়ির ধাক্কায় এক সাইকেল চালকের মৃত্যু হয়। তাঁর নাম বাসুদেব মণ্ডল (৫০)। বাড়ি স্থানীয় চৌগাছা গ্রামে। ওই দিনই বনগাঁর কালুপুর এলাকার যশোহর রোডে একটি ট্রাক গাছে ধাক্কা মারলে খালাসি নিরঞ্জন তরফদারের (২৫) মৃত্যু হয়। তাঁর বাড়ি স্থানীয় উনাই এলাকায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
|
সুন্দরবন কাপ |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
মাঠের একটি দৃশ্য। ছবি: সামসুল হুদা। |
শেষ হল ‘সুন্দরবন কাপ ২০১২’ ফুটবল প্রতিযোগিতার ক্যানিং মহকুমা থানা-স্তরের ফাইনাল। গ্যাব্রিয়েল হাইস্কুলের মাঠে ছেলেদের খেলায় সুজা-আখন্ড মেমোরিয়াল ক্লাব ২-০ গোলে হারায় আদিবাসী জনকল্যাণ সমিতিকে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন সুজা-আখন্ড মেমোরিয়াল ক্লাবের মোতাজ্জেল শেখ। মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন কালদি সুরবালা হাইস্কুল। নলিয়াখালি জি এন হরিনারায়ণী বিদ্যালয়কে তারা টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। ওম্যান অফ দ্য টুর্নামেন্ট, কালদি সুরবালা হাইস্কুলের রিপা রায়।
|
রাস্তা বেহাল, ঘেরাও দুই তৃণমূল বিধায়ক |
দুই তৃণমূল বিধায়ক গিয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করতে। আর রাস্তা সংস্কারের দাবিতে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মহেশতলার আশুতি-১ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। শুক্রবার বেলা সাড়ে ৩টে থেকে চার ঘণ্টা বিক্ষোভ চলে। সন্ধ্যা সাড়ে ৭টায় য় ঘেরাও ওঠে। পুলিশি সূত্রের খবর, বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব ও বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল ওই এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করতে গিয়েছিলেন। ওখানে ময়নাগড় থেকে তেঁতুলবেড়িয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল দীর্ঘদিন ধরে। বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা সারাতে প্রশাসন ও এলাকার বিধায়কদের কাছে একাধিক বার আর্জি জানানো হয়েছে। কাজ হয়নি। এলাকাটি আগে বজবজ বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল। ২০১১ সালে সীমানা পুনর্বিন্যাসের পরে তা এসেছে বিষ্ণুপুর কেন্দ্রের আওতায়। দুই কেন্দ্রের বিধায়কদের রাস্তা সারাতে বলেও ফল না-হওয়ায় বাসিন্দারা এ দিন বিক্ষোভে নামেন। এক বাসিন্দা বলেন, “দু’জনকে একসঙ্গে পেয়ে পঞ্চায়েত অফিসে ঘেরাও করে সমস্যার কথা জানানো হয়।” অশোকবাবু ফোনে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে সব জানান। বজবজ-মহেশতলা থানার পুলিশ আসে। দুই বিধায়কই জানান, আলোচনায় সমস্যা মেটাতে হবে। পুলিশ দিয়ে ঘেরাও তোলার দরকার নেই। অশোকবাবু বলেন, “সুব্রতবাবুর সঙ্গে রাস্তা নিয়ে কথা বলেছি। উনি রাস্তা সংস্কারের প্রস্তাব লিখিত ভাবে পাঠাতে বলেন।” পঞ্চায়েতমন্ত্রীর আশ্বাসের কথা শুনে ঘেরাও তুলে নেওয়া হয়।
|
বোমা ফেটে মৃত্যু |
বোমা ফেটে মৃত্যু হল এক জনের। জখম হয়েছেন এক জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কল্যাণী ও বীজপুরের সীমানায় একটি সাঁকোর পাশে বোমা বাঁধছিল কয়েক জন দুষ্কৃতী। আচমকা বোমা ফাটায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। অন্য জনকে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
|
ফেনসিডিল উদ্ধার |
বিএসএফের তাড়া খেয়ে তিনশো ফেনসিডিলের বোতল ফেলে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত এলাকায়। নিষিদ্ধ ওই ওষুধের বোতলগুলি পুলিশের হাতে তুলে দিয়েছেন জওয়ানেরা। |
|