বধূহত্যার কিনারায় দ্বারস্থ মুখ্যমন্ত্রীর |
এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন ওই বধূর পরিবারের লোকেরা। পুলিশ জানিয়েছে, কল্যাণীর কুলিয়া রোড এলাকার বাসিন্দা মৌসুমী দাস (২২) নামে ওই বধূকে গত ১৩ডিসেম্বর অগ্নিদগ্ধ অবস্থায় কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ২৪ডিসেম্বর মারা যান মৌসুমীদেবী। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই কল্যাণী থানা মৃতার শাশুড়ি ও মামাশ্বশুরকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত মৌসুমীদেবীর স্বামী মুকেশ দাস ও বাকী অভিযুক্তরা পলাতক। মৃতার আত্মীয়দের অভিযোগ, এরপর থেকেই টেলিফোনে খুনের হুমকি দিচ্ছেন মুকেশ। মৌসুমীদেবীর আত্মীয়া কবিতা মজুমদার বলেন, “তিন বছর আগে নিজেরাই ভালবেসে বিয়ে করল। কিন্তু বিয়ের পর পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল মুকেশের পরিবার। মৌসুমীর মা আয়ার কাজ করেন, বাবা সামান্য কাঠ মিস্ত্রি। কি করে এত টাকা যোগাড় করবেন? ওরা শুনল না মারধর করতই। সেটা সীমা ছাড়ালো গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারায়।” কবিতাদেবীদের অভিযোগ, এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করতেই বাড়িছাড়া মুকেশের পরিবার। মৌসুমীদেবীর বোন রিঙ্কি মণ্ডলের প্রাণনাশের হুমকির ফোন আসছে বারবার। অভিযোগ তুলে নেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে।
|
নৃসিংহ মূর্তির মুকুট চুরি |
প্রাচীন নৃসিংহদেব বিগ্রহের সোনা ও রুপোর মুকুট চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। রাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান বংশধরদের দাবি ওই জাগ্রত ওই বিগ্রহটি ছ’শো বছরের পুরোনো। শুক্রবার সকালে পুরোহিত এসে দেখেন মন্দিরের গ্রিল ভাঙা। মূল মন্দিরের দেওয়ালে বিগ্রহ দর্শনের জন্য যে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে থেকে বাঁশের চটা দিয়ে আকশির মত করে বিগ্রহের মাথা থেকে মুকুট দুটি নামানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজবাড়ির তরফে পুলিশের কাছে নালিশ জানানো হয়েছে। মন্দিরের পুরোহিত রঞ্জিত বন্দ্যোপাধ্যায় বলেন, “এ দিন সকালে পুজো করতে দেখি বিগ্রহের মাথায় মুকুট নেই। লোহার রড ভাঙা দেখে মনে হচ্ছে দুষ্কৃতীরা সংখ্যায় অনেকে ছিল।” কৃষ্ণনগরের দে পাড়া নৃসিংহদের পল্লির এই মন্দিরের বিগ্রহ নিয়ে কিছু বিশ্বাস রয়েছে এলাকাবাসীদের মনে। পুরোহিত রঞ্জিতবাবু বলেন, “কথিত আছে হিরন্য কাশিপুরকে বধ করে নৃসিংহদেব এখানে বিশ্রাম নিয়েছিলেন। তাছাড়া চৈতন্যদেবের অন্নপ্রাশনও না কি এখানে হয়েছিল।”
|
বোমা ফেটে মৃত্যু হল একজনের। জখম হন একজন। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কল্যাণী ও বীজপুরের সীমানায় একটি সাঁকোর পাশে এই ঘটনা ঘটে। |