টুকরো খবর |
হুকিংয়ে অভিযুক্ত বিদ্যুৎ কর্মাধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
হুকিংয়ের অভিযোগ উঠল খোদ এক বিদ্যুৎ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার চন্দ্রকোনা-১ নম্বর ব্লকের গোয়ালসিনি গ্রামের ঘটনা। পুলিশ ও বিদ্যুৎ দফতর সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সরফুদ্দিন মণ্ডল নামে ওই বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, বাড়ির লাগোয়া জমিতে বিদ্যুৎ চুরি করে স্যালো মেশিন চালাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ দফতরের আধিকারিকরা তাঁর বাড়িতে অভিযান চালান। সেই সময় ওই কর্মাধ্যক্ষের বাড়িতে বিদ্যুৎ হুকিং করে স্যালো মেশিন চালিয়ে চাষের কাজ হচ্ছিল। যদিও সরফুদ্দিন মণ্ডল সেই সময় বাড়িতে ছিলেন না। বেআইনি বিদ্যুতের তার বাজেয়াপ্ত করেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। অভিযোগ, এরপরই আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন সরফুদ্দিন মণ্ডলের বাড়ির লোকেরা। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করেন । চন্দ্রকোনা বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার অমিত কর বলেন, “আমরা গোপন সূত্রে খবর পেয়ে সরফুদ্দিন মণ্ডলের বাড়িতে অভিযান চালাই। এরপরই বাড়ির লোকেরা আমাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় সরফুদ্দিন-সহ আরো ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।” সিপিএণ পরিচালিত চন্দ্রকোনা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হরেকৃষ্ণ নায়েক বলেন, “ঘটনাটি শুনেছি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা।”
|
শহিদ স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রামের জমি আন্দোলনে নিহতদের স্মরণে শহিদ স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল শুক্রবার। নন্দীগ্রামের কালীচরণপুর দয়াময়ী হাইস্কুল ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পীযূষ ভূঁইয়া, নন্দীগ্রামের বিশিষ্ট ক্রীড়াবিদ সুকুমার পাহাড়ি প্রমুখ। প্রতিযোগিতায় যোগ দিচ্ছে ১৬টি দল। এ দিনই নন্দীগ্রাম থানা ও নন্দীগ্রাম ১ ও ২ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত সংহতি ফুটবল প্রতিযোগিতার খেলা ছিল। নন্দীগ্রাম কলেজ ময়দানের এই প্রতিযোগিতায় নন্দীগ্রাম ১ ব্লকের ১০টি ও নন্দীগ্রাম ২ ব্লকের ৭টি পঞ্চায়েত এলাকার মোট ১৭টি দল যোগ দিয়েছে। আগামী ২ জানুয়ারি কলেজ মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে।
|
কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভারতের জাতীয় কংগ্রেসের ১২৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হল পূর্ব মেদিনীপুরে। শুক্রবার তমলুক শহরে জেলা কংগ্রেসের অফিসে এই উপলক্ষে পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের সভাপতি অসিত পাল। একটি আলোচনাসভারও আয়োজন ছিল। ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক শিবাজী গঙ্গোপাধ্যায়, মৃণাল পাল, তমলুক লোকসভা যুব কংগ্রেস সভাপতি সৌমিত্র জানা, তমলুক সদর ব্লক কংগ্রেস সভাপতি বিকাশ প্রামাণিক প্রমুখ। পাঁশকুড়া পুরাতন বাজারে ব্লক কংগ্রেস ও রেলস্টেশনে ব্লক আইএনটিইউসি অফিসেও দিনটি পালিত হয়। কোলাঘাট, ময়না, নন্দকুমার, চণ্ডীপুর ব্লকেও অনুষ্ঠান হয়। পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে। শহিদবেদীতে মাল্যদান করা হয়। ছাত্র পরিষদের খড়্গপুর কলেজ ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয়।
|
কৃষি নিয়ে কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
চাষিদের সুবিধার্থে কৃষিতে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করল কৃষি দফতর। শুক্রবার মহিষাদলের পঞ্চায়েত সমিতির সভাঘরে এই কর্মশালা হয়। মূলত কিষান ক্রেডিট কার্ডের সুবিধা, আধুনিক পাম্পসেট, পাওয়ার টিলার, ট্রাক্টরের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। ব্লকের প্রায় ৫০ জন কৃষক যোগ দেন। উপস্থিত ছিলেন ব্লক উন্নয়নের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদ্যোতকুমার পালই, কৃষি আধিকারিক মৃণালকান্তি বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা মিশ্র প্রমুখ। কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি কিনতে কী ভাবে সাহায্য করছে রাজ্য সরকার-তা নিয়েও আলোচনা হয়।
|
আজ শেষ নন্দিনী মেলা
নিজস্ব সংবাদদাতা • দিঘা |
নন্দিনী মেলায় মেয়েদের কবাডি। ছবি: সুব্রত গুহ। |
সৈকতে নন্দিনী মেলার আজ শেষ দিন। শুক্রবারের বাড়তি আকর্ষণ হিসাবে ছিল সৈকতে মেয়েদের কবাডি ও ছেলেদের খো খো প্রতিযোগিতা। দুটি বিভাগেই ৬টি করে দল যোগ দেয়। খো খো প্রতিযোগিতায় পানিপারুল স্পোর্টস অ্যাকাডেমি চ্যাম্পিয়ন হয়। অন্য দিকে রানার্স হয় কানপুর স্পোর্টস অ্যাকাডেমি। মহিলাদের কবাডিতে জেতে পশ্চিম মেদিনীপুর এবং রানার্স হয় পূর্ব মেদিনীপুর। সৈকতে খেলা দেখতে ভিড় জমান পর্যটক ও স্থানীয় মানুষেরা। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস ও পূর্ত কর্মাধ্যক্ষ নিতাইচরণ সার।
|
শিক্ষক সমিতির দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্য সরকারের ঘোষণা মতো মাস পয়লায় বেতন সুনিশ্চিত করা, শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ২৭ শতাংশ মহার্ঘ্যভাতা অবিলম্বে ঘোষণা করা, ডিআই এবং এডিআই অফিসে সময়ের মধ্যে কাজ শেষ করা-সহ বিভিন্ন দাবিতে শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। সমিতির অভিযোগ, প্রতি মাসেই বেতন পেতে দেরি হচ্ছে। রাজ্য সরকার মাস পয়লায় বেতন দেওয়ার কথা ঘোষণা করলেও জেলায় তা হচ্ছে না। বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
|
পাঁশকুড়ায় চুরির চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চুরির চেষ্টার অভিযোগ উঠল পাঁশকুড়া ব্লক ভুমি সংস্কার দফতরে। বৃহস্পতিবার রাতে ওই দফতরের তালা ভেঙে একদল দুষ্কৃতী চুরির চেষ্টা করে বলে পাঁশকুড়া থানায় অভিযোগ হয়েছে। দফতরের ভিতর থেকে কোনও জিনিস চুরি না-গেলেও দুষ্কৃতীরা অফিসের কিছু নথিপত্র তছনছ করেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। বিডিও অফিসের কাছেই ওই অফিসে রাতে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও কী ভাবে দুষ্কৃতীরা হানা দিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। |
|