|
|
|
|
কিষান ক্রেডিট কার্ড বিলিতে গড়িমসি |
পূর্বে কৃষি যন্ত্রপাতি কেনার ভর্তুকি পাওয়া নিয়ে সংশয়
আনন্দ মণ্ডল • তমলুক |
আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে কৃষকদের ভর্তুকি দেওয়ার জন্য রাজ্য সরকার নতুন প্রকল্প নিয়েছে। সেই মতো পূর্ব মেদিনীপুরে চলতি বছর ৫ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দও হয়েছে। কিন্তু এই সুবিধা পাওয়ার অন্যতম শর্ত কিষান ক্রেডিট কার্ড বিলির ক্ষেত্রে জেলা পিছিয়ে থাকায় ভর্তুকি পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে কৃষকদের মধ্যে।
জেলা পরিষদ ও কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার ‘ফিনান্সিয়াল সাপোর্ট ফর ফার্ম মেকানাইজেশান’ নামে নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে পাম্পসেট, পাওয়ার টিলার, ধান রোওয়া-কাটার যন্ত্র, ঝাড়াই যন্ত্র ,কীটনাশক স্প্রে করার যন্ত্র প্রভৃতি কেনার জন্য কৃষকদের (দাম অনুসারে ১০-৪৫ হাজার টাকা পর্যন্ত) ভর্তুকি দেওয়া হবে। ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেবে রাজ্যের কৃষি দফতর। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে কৃষকদের কিষান ক্রেডিট কার্য থাকা বাধ্যতামূলক। কার্ড থাকলেই ভর্তুকির জন্য আবেদন করা যাবে। আবেদনের ভিত্তিতে ভর্তুকি পাওয়ার উপযুক্ত কৃষক তালিকা তৈরি করা হবে। এর জন্য ব্লক ও জেলা স্তরে সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে।
কিন্তু কিষান ক্রেডিট কার্ড না-থাকায় জেলার বহু কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করারই সুযোগ পাবেন না। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে জেলায় ১ লক্ষ ৫০ হাজার কিষাণ ক্রেডিট কার্ড বিলির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিষান ক্রেডিট কার্ডের সুপারিশ করে প্রায় ৬৭ হাজার আবেদন বিভিন্ন ব্যাঙ্কে পাঠানোও হয়। কিন্তু এখনও পর্যন্ত জেলার মাত্র ৩৯ হাজার ৭০০ জন কিষান ক্রেডিট কার্ড পেয়েছেন। অর্থাৎ আবেদনকারীদের অধিকাংশই এখনও কার্ড পাননি। কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি ভর্তুকির সুবিধা পাবেন না ওই কৃষকেরা। জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা এই সমস্যার কথা মেনে নিয়ে বলেন, “অনেকেই এখনও কিষান ক্রেডিট কার্ড পাননি এটা ঠিক। তবে অনেকেই কার্ড পেয়েছেন। আপাতত কার্ড রয়েছে এমন কৃষকদের মধ্যে থেকে উপকৃত তালিকা তৈরি করা হবে। কিষান ক্রেডিট কার্ড বিলির কাজেও গতি আনা হবে।”
চাষের জল তোলার পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য যে খরচ হয় চাষিদের, সেই ক্ষেত্রেও ৮ হাজার টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ক্ষেত্রে অবশ্য কিষান ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এই খাতে চলতি আর্থিক বছরে জেলায় ১ কোটি ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকায় জেলার ১৬০০ কৃষককে সাহায্য করা হবে। |
|
|
|
|
|