ক্রিকেটে মজেছে বনগাঁ, চলছে সাব-জুনিয়র লিগ
রা শীতের মরসুমে বুধবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে সিএবি পরিচালিত সাব-ডিভিশন সাব-জুনিয়র ক্রিকেট লিগ। অনূর্ধ্ব-১৫ বিভাগের এই লিগে রাজ্যের মোট ৬৫টি মহকুমা সামিল হয়েছে। উত্তর ২৪ পরগনার খেলাগুলি হচ্ছে বনগাঁ স্টেডিয়ামে। বসিরহাট, বনগাঁ, বারাসত এবং ব্যারাকপুর সব ক’টি মহকুমাই যোগ দিয়েছে। জেলার খেলাগুলি হচ্ছে বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়। প্রতিটি খেলা হচ্ছে ৪৫ ওভারের। বুধবার জেলার প্রথম ম্যাচে বারাসত মহকুমা ১ উইকেটে ব্যারাকপুর মহকুমাকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে ব্যারাকপুর ৩৮ ওভার ৫ বলে ১২৭ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভার ৫ বলে ৯ উইকেট হারিয়ে বারাসত প্রয়োজনীয় রান তুলে নেয়। ব্যারাকপুরের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন তনয় দাস। বারাসতের আবির সরকার ১৭ রানে ৪ উইকেট নেন। বারাসতের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন স্বর্ণাভ ঘোষাল।
ছবি: পার্থসারথি নন্দী।
বৃহস্পতিবার বসিরহাটকে হারিয়ে দেয় বনগাঁ। প্রথমে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৫ বলে বনগাঁ ২৩০ রানে অল-আউট হয়ে যায়। আরিয়ান জয়াল দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভারের মধ্যে মাত্র ১৩০ রানে অল-আউট হয়ে যায় বসিরহাট। বনগাঁর হয়ে কৌস্তভ সিংহ ১৮ রানে ৬ উইকেট নেন। শুক্রবার বনগাঁ মহকুমা হারিয়ে দেয় ব্যারাকপুর মহকুমা দলকে। প্রথমে ব্যাট করে বনগাঁ মহকুমা ৯ উইকেটে ২০৩ রান তোলে। বনগাঁ হয়ে কৌস্তভ সিংহ সেঞ্চুরি করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ১৮৪ রানে ব্যারাকপুরের দলটি অল-আউট হয়ে যায়। বনগাঁর কৌশিক রায় ৪০ রানে ৩ উইকেট নেন। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষে কার্তিক সাহা বলেন, “খেলাগুলি সুষ্ঠু ভাবে আয়োজন করতে সব রকম ব্যবস্থা করা হয়েছে। দলগুলির যাতে কোনও সমস্যা না হয় তার উপর নজর দেওয়া হচ্ছে।”
উদ্যোক্তারা জানায়, প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে খেলবে। তারপর পয়েন্টের ভিত্তিতে একটি দল রাজ্য পর্যায়ের মূল পর্বে খেলার সুযোগ পাবে। খেলাগুলির সময়ে সিএবির প্রতিনিধি উপস্থিত থাকছেন। সিএবি সূত্রে জানা গিয়েছে, মোট ১৬টি দল মূল পর্বের নক-আউট খেলায় যোগ দেবে। সিএবির প্রতিনিধি সুশান্ত দাস বলেন, “মহকুমা স্তর থেকে প্রতিভা তুলে আনতেই এই উদ্যোগ সিএবি-র। এই প্রতিযোগিতার মাধ্যমেই অনূর্ধ্ব-১৬ বাংলা দল তৈরি করা হবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.