সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের! আই লিগে পরপর দু’টো ম্যাচে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই ট্রেভর মর্গ্যানকে স্নায়ুর সমস্যার জন্য ভর্তি হতে হল হাসপাতালে। শুক্রবার বিকেলে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে দু’হাতের আঙুলে অস্ত্রোপচার হল লাল-হলুদের ব্রিটিশ কোচের। স্নায়ুর সমস্যায় বেশ কয়েক দিন ধরেই আঙুল মুড়তে পারছিলেন না। বৃহস্পতিবার রাত থেকে যন্ত্রণা বাড়ায় এ দিন তড়িঘড়ি তাঁর হাতের চেটোতে অস্ত্রোপচার করতে হয়। শনিবার হাসপাতাল থেকে সরাসরি ইস্টবেঙ্গল মাঠে দুপুরের অনুশীলনে যোগ দেবেন মর্গ্যান। সেখান থেকেই টিম বাসে কল্যাণী যাবেন দলের সঙ্গে।
রবিবার কল্যাণীতে অ্যারোজের বিরুদ্ধে আই লিগে ৩৫০টি ম্যাচ খেলার নজির গড়বে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে এই রেকর্ড আর কোনও দলের নেই। আই লিগে ১৭৫টি ম্যাচ জেতার মাইলস্টোনও কেউ ছুঁতে পারেনি। যদিও অ্যারোজ ম্যাচে রক্ষণ নিয়ে বেশ চিন্তায় ইস্টবেঙ্গল। ওপারা সাসপেন্ড। গুরবিন্দরের জ্বর। অর্ণব এবং সৌমিকের হাঁটুতে চোট। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে রাজুর পাশে অর্ণবকে খেলানোর চেষ্টা চালানো হলেও, সৌমিককে বিশ্রাম দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় খেলবেন রবার্ট। রাইট ব্যাক নওবা।
রক্ষণ নড়বড়ে বলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে জোর দিতে চায় ইস্টবেঙ্গল। তাই মাঝমাঠে পেন-মেহতাব থাকলেও, শুরুতে হরমনজিৎ সিংহ খাবড়া ও ইসফাক আমেদের মধ্যে এক জনকে খেলাতে পারেন মর্গ্যান। ডিফেন্সিভ ব্লকারের বদলে অ্যাটাকিং মিডফিল্ডার বাড়াতে লালরিন্দিকা কিংবা ভাসুমের খেলার সম্ভাবনাই বেশি।
এ দিকে, ডার্বি-কাণ্ডের ফল বেরনোর আগেই কলকাতা লিগে ডার্বির পরিকল্পনা শুরু করে দিল আইএফএ। উৎপল গঙ্গোপাধ্যায় বলছিলেন, “কলকাতা লিগের মূল পর্বের সূচি ঠিক করতে ১৫ জানুয়ারির পরে আলোচনায় বসছি। তবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ফ্লাড লাইটেই করতে চাই।” ১৫ জানুয়ারিই আবার ইস্টবেঙ্গল-ইউনাইটেড ম্যাচ করার কথা ভাবছে আইএফএ। |