টুকরো খবর |
ধোনি মিউজিয়ামের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ভারতের অধিনায়কের টুপি, ব্যাট, ছবি।—নিজস্ব চিত্র। |
সেরসা স্টেডিয়াম ক্যাম্পাসে ধোনি মিউজিয়ামের উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করেন খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ। এক সময় যে ঘর ছিল তাঁর অস্থায়ী ঠিকানা, যে ঘরের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর ঘরোয়া ক্রিকেট জীবনের ওঠাপড়া, সেই ঘরেই গড়ে উঠেছে ধোনির ব্যবহৃত ক্রীড়া সংরঞ্জামের সংগ্রহশালা। যেখানে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ব্যবহৃত জার্সি, ট্রাউজার, গ্লাভস, প্যাড, ব্যাট প্রভৃতি।
|
প্রতিষ্ঠা দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন |
জাতীয় কংগ্রেসের ১২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার নানা কর্মসূচি হল। দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে। শহিদবেদীতে মাল্যদান করা হয়। ছাত্র পরিষদের খড়্গপুর কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ২৮ জন রক্ত দেন। ছিলেন শহর কংগ্রেস সভাপতি অমল দাস, ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল প্রমুখ।
|
সাংস্কৃতিক উৎসব
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
চার দিন ব্যাপী যুব সাংস্কৃতিক উৎসব শুরু হল বৃহস্পতিবার খড়গপুর শহরের তালবাগিচায়। শহিদ ভগৎ সিংহ শতবার্ষিকী কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসব চতুথর্র্ বর্ষে পড়ল। অনুষ্ঠান শুরু হয় রোড রেসের মধ্য দিয়ে। এর উদ্বোধন করেন দৌড়বিদ বিমল মাহাতো। ১০০ জন প্রতিযোগী যোগ দেন। এর পর একটি শোভাযাত্রা পথ পরিক্রমা করে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক আবুল বাশার, অনিল ঘড়াই প্রমুখ।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম বিধায়ক আনিসুর রহমান মুখ্যমন্ত্রীকে যে কটূক্তি করেছেন, তার প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর শহরে মিছিল করল যুব তৃণমূল। সংগঠনের শহর কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিএম বিধায়কের কুশপুতুলও দাহ করা হয়। যুব তৃণমূলের বক্তব্য, ওই সিপিএম বিধায়ক সৌজন্য ও শালীনতার তোয়াক্কা না করেই মুখ্যমন্ত্রীকে কটুক্তি করেছেন। এটা তার প্রতিবাদ।
|
প্রতিবাদ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বৃহস্পতিবার ডেবরার লোয়াদায় প্রতিবাদ সভা করল তৃণমূল। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি প্রমুখ। কেন্দ্রীয় সরকার নানা জনবিরোধী নীতি নিয়ে চলছে বলে সভায় অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, সিপিএম নতুন করে বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে।
|
ছাত্র-যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
ছাত্র-যুব উৎসব হয়ে গেল তুরকা হাইস্কুল মাঠে। শুক্রবার দাঁতন ২ ব্লকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি তারাপদ গিরি। ছিলেন বিডিও ইন্দ্রনীল চক্রবর্তী, যুব কল্যাণ আধিকারিক দেবচরণ হালদার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও এলাকার বিশিষ্ট মানুষজন। ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।
|
বিবেক-উৎসব
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
দু’দিন ব্যাপী ‘বিবেক ছাত্র-যুব উৎসব’ শুরু হল শুক্রবার খড়্গপুর শহরের ইন্দা বালিকা বিদ্যালয়ে। খড়্গপুর বিবেক ছাত্র-যুব উৎসব কমিটির পরিচালনায় এই উৎসবের সূচনা করেন মহকুমাশাসক আর বিমলা। |
|