প্রতিবন্ধী পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা
|
সম্প্রতি সর্বশিক্ষা মিশনের উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল হাওড়ার জগৎবল্লভপুর ও উলুবেড়িয়ায়। জগৎবল্লভপুরের অনুষ্ঠানটি হয় স্থানীয় রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিযোগিতায় ৭০ জন ছাত্রছাত্রী যোগদান করেছিল। উদ্বোধন করেন হাওড়া দক্ষিণ চক্রের প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক সুদীপ্ত পুততুণ্ড। দৌড়, বল সংগ্রহ, হাঁড়িভাঙা দৌড় প্রভৃতি প্রতিযোগিতার মাধ্যমে জমে ওঠে সমগ্র অনুষ্ঠান। ছিল আবৃত্তি ও বসে আঁকো প্রতিযোগিতা। উলুবেড়িয়া চক্রের অনুষ্ঠানটি হয় উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে। শ’দেড়েক পড়ুয়া যোগদান করে। উপস্থিত ছিলেন হাওড়া উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুজিতকুমার হাইত।
|
সংস্কারের সময় শুক্রবার সকালে আরামবাগের কাপসিট এলাকার একটি পুকুর থেকে দু’টি মিনি কামান উদ্ধার করল পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসুর নামে ওই পুকুরটির জল তুলে ফেলার পরে স্থানীয় মানুষ পাঁক থেকে যখন মাছ ধরছিলেন, তখনই তাঁদের নজরে আসে মিনি কামান দু’টি। তৃণমূল নেতা শিশির সরকারের অভিযোগ, “গত বিধানসভা নির্বাচনের সময় সন্ত্রাস চালানোর জন্যই অস্ত্রগুলি মজুত করেছিল সিপিএম।’’ এ কথা অস্বীকার করে আরামবাগের প্রাক্তন সিপিএম বিধায়ক বিনয় দত্তের পাল্টা অভিযোগ, “পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের কর্মীদের গ্রামছাড়া করার জন্যই অস্ত্র মজুত করছে তৃণমূল।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
যন্ত্রে জড়িয়ে মৃত্যু বৃদ্ধার |
ধান ঝাড়ার সময় একটি বৈদ্যুতিক যন্ত্রে জড়িয়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে গোঘাটের সেনাই গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম আঙ্গুরবালা পান (৭৪)। ওই যন্ত্রের পাশে দাঁড়িয়ে ধানের আঁটি সাজাচ্ছিলেন বৃদ্ধা। সেই সময়ে তাঁর গায়ের চাদর যন্ত্রে জড়িয়ে যায়। সেই টানে তাঁর বাঁ হাতও ঢুকে যায় যন্ত্রে। কনুই পর্যন্ত কেটে যায়। আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
গত ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত পালিত হল জগৎবল্লভপুরের নপাড়া হাইস্কুলের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়। কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হয়। সেই সঙ্গে প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধিতও করা হয়েছে।
|
দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু |
বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গড়চুমুকে উলুবেড়িয়া-শ্যামপুর রোডে। মৃতের নাম শুভম মাজি (১৭)। বাড়ি বাগনানের নুন্টিয়ায়। আহত এক জন। |