|
|
|
|
|
মহিলা-সুরক্ষায় মোবাইল
প্রযুক্তি, আগ্রহী পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
রাতবিরেতে বিপদে পড়লে তড়িঘড়ি মোবাইলের একটি বোতামে চাপ। আর তাতেই বিপন্ন মহিলার বার্তা পৌঁছে যাবে পরিজনদের কাছে।
মহিলাদের উপরে নিগ্রহ ঠেকাতে এমনই এক ‘মোবাইল অ্যাপ্লিকেশন’ (অ্যাপস) তৈরি করেছে নয়ডার একটি তথ্যপ্রযুক্তি সংস্থা। যার নাম ‘ফাইট ব্যাক’। সংস্থার সিইও জগদীশ মিত্র সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাম্প্রতিক কালে দেশে পরপর নারী নিগ্রহের ঘটনার কথা মাথায় রেখেই এই অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। এতে ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ (জিপিএস)-এর মাধ্যমে বিপন্ন মহিলার অবস্থান জানা যাবে।
সংস্থার এক কর্তা জানিয়েছেন, দিল্লি পুলিশের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকেও এই অ্যাপ্লিকেশন সিস্টেমের মধ্যে আনা হচ্ছে। এর ফলে দিল্লিতে কোনও মহিলা এই ব্যবস্থার মাধ্যমে বিপদে পড়ার বার্তা পাঠালে তা পুলিশের কাছেও পৌঁছবে। বিষয়টি নিয়ে আগ্রহী কলকাতা পুলিশও। ডিসি ডিডি (স্পেশ্যাল) সন্তোষ পাণ্ডে বলেন, “বিষয়টি নিরাপত্তার দিক থেকে খুবই উপযোগী। এখনও ওই সংস্থার পক্ষ থেকে কোনও প্রস্তাব আসেনি। তবে আমরা এটা নিয়ে খোঁজ নেব।”
কী ভাবে কাজ করবে মোবাইলের এই অ্যাপ্লিকেশন?
সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোবাইলের একটি বোতাম ওই অ্যাপ্লিকেশনের জন্য নির্দিষ্ট করা থাকবে। বিপদে পড়ার সঙ্গে সঙ্গেই যাতে কোনও মহিলা খবর দিতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। কিন্তু অনেক সময়ে তো ভুল করেও চাপ পড়ে যেতে পারে ওই বোতামে। সে ক্ষেত্রে অযথা আতঙ্ক ছড়াবে না?
সংস্থা সূত্রে খবর, এসওএস (বিপদে পড়লে যে বার্তা পাঠানো হয়) পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যে তা ক্যানসেল করার ব্যবস্থাও থাকবে। ফলে অযথা আতঙ্ক ছড়াবে না।
কী ভাবে পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশন?
সংস্থা জানিয়েছে, এই অ্যাপ্লিকেশনটি ইন্টারনেট থেকে ডাউনলোড করার ব্যবস্থা রয়েছে। দেশের রাজধানী শহর, দিল্লির ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন নিখরচায় মিলবে। দেশের বাকি অঞ্চলে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য বছরে ১০০ টাকা খরচ করতে হবে। তবে আপাতত অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি ও সিমবিয়ান প্রযুক্তির ফোনে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, শীঘ্রই এসএমএস মারফত এই বার্তা ছড়ানোর অ্যাপ্লিকেশনও বাজারে ছাড়া হবে। |
|
|
|
|
|