|
|
|
|
ইন্টারনেটে প্রচার ব্র্যান্ড জেটলির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লালকৃষ্ণ আডবাণী, নরেন্দ্র মোদী, সুষমা স্বরাজের পরে এ বার ওয়েব দুনিয়ায় পা রাখলেন অরুণ জেটলি। আজ, তাঁর জন্মদিনে যাত্রা শুরু করবে অরুণ জেটলি ডট কম।
আডবাণী নিয়মিত ব্লগ লেখেন। ব্লগ, টুইটারে সক্রিয় নরেন্দ্র মোদী। সুষমার টুইট নিয়ে বিতর্ক হয়েছে। তখন ঘরোয়া মহলে তা নিয়ে কটাক্ষও করেছিলেন জেটলি। তা হলে ষাট বছরে পা রাখার সন্ধিক্ষণে কেন ওয়েবসাইটের দিকে ঝুঁকলেন বিজেপি-র এই নেতা? জেটলি জানিয়েছেন, ওয়েবসাইটটি অন্য কেউ বেনামে চালাচ্ছিলেন। মামলা করে তাঁর নামে করতে হয়েছে সেটিকে। তার পর নিজের মতামতের সংকলন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু শুধুই কি তাই? বিজেপি-র একাংশের মতে, লোকসভা নির্বাচনের আগে দলের নেতা কে হবেন তা নিয়ে প্রবল টানাপোড়েন চলছে সঙ্ঘ ও বিজেপি-র মধ্যে। সঙ্ঘের একটি অংশের প্রস্তাব, নরেন্দ্র মোদীকে মুখ করে ভোটে লড়া হোক। পাশাপাশি গডকড়ীকে সভাপতির পদ থেকে সরিয়ে বসানো হোক জেটলিকে। ২০১৪ সালে জেটলি লোকসভা ভোটে লড়ার প্রস্তুতিও নিচ্ছেন। নয়াদিল্লি থেকে দাঁড়াতে পারেন তিনি। দলে টানাপোড়েনের মধ্যে মানুষের কাছে পৌঁছতে অনেক নেতার মতো ব্লগ-টুইটারের সাহায্য নিচ্ছেন জেটলিও। আরও বেশি মানুষ, বিশেষত নতুন প্রজন্মের কাছে নিজের ব্র্যান্ডকে আরও প্রসারিত করতে চান তিনি।
ওয়েবসাইটিতে বিভিন্ন বিষয়ে জেটলির মতামত, প্রবন্ধ, সাক্ষাৎকার, সংসদ ও বাইরে বিভিন্ন বক্তৃতার সংকলন আছে। আছে কলেজ জীবন, আইনজীবী হিসেবে কাজ, ছাত্র রাজনীতি, জরুরি অবস্থায় কারাবাস, জেপি আন্দোলনে যোগ, রাজনৈতিক জীবনে বড় হওয়া জীবনের সব উল্লেখযোগ্য দিকের কথাই। তাঁর সঙ্গে কথা বলার সুযোগও থাকছে। জীবনযাত্রায় যথেষ্ট আধুনিক ও শহুরে জেটলি। নিজের ওয়েবসাইটে থাকাটা সেই ইমেজের সঙ্গে পুরোপুরি মানানসই বলেই ধারণা জেটলির ঘনিষ্ঠ মহলের। |
|
|
|
|
|