ফৌজদারি মামলার থেকে রেহাই পেতে পারেন অস্ট্রেলীয় রেডিও সঞ্চালক মেল গ্রেগ ও মাইকেল ক্রিশ্চিয়ান। ভারতীয় বংশোদ্ভূত নার্স জেসিন্থা সালডানহার মৃত্যু নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে না বলেই মনে করছে অস্ট্রেলীয় পুলিশ। তাঁদের করা ভুয়ো ফোনের পরই তিনি আত্মহত্যা করেন। একটি সুইসাইড নোটে জেসিন্থা তাঁদের দোষ দিয়েছেন বলে খবর।
|
এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসে বরাবর দেশের প্রথম ভূ-গর্ভস্থ পথ তৈরি করল চিন। উহান প্রদেশের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যেই এই পদক্ষেপ। প্রায় ২৭ কিলোমিটার বিস্তৃত ওই ভূ-গর্ভস্থ পথ দিয়ে প্রতি দিন যাতায়াত করবে মোট ২৬টি মেট্রো। এতে নদীটি পার হতে সময় লাগবে তিন মিনিট।
|
সু চির হাতে বোনা সোয়েটার নিলাম হল ৫০,০০০ হাজার ডলারে। গরীব শিশুদের লেখাপড়ার সুযোগ করে দিতে ওই নিলামের আয়োজন করেছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। |