আজকের শিরোনাম
বিতর্কিত মন্তব্য, নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিজিত্ মুখোপাধ্যায়
দিল্লি গণধর্ষণ কাণ্ডে বিক্ষোভ, প্রতিবাদে উত্তাল দিল্লি-সহ গোটা দেশ। দোষিদের ফাঁসির দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে এই বিক্ষোভ, প্রতিবাদ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র, জঙ্গিপুরের সাংসদ অভিজিত্ মুখোপাধ্যায়। তিনি বলেছেন, প্রতিবাদ, বিক্ষোভের নামে নাটক হচ্ছে দিল্লিতে। বেশ কিছু মানুষ হুজুকে পড়ে এই বিক্ষোভে সামিল হচ্ছেন। মোমবাতি নিয়ে মিছিল এখন ফ্যাশন। অভিজিত্ মুখোপাধ্যায়ের এই ধরণের মন্তব্যে বিস্মিত ও ক্ষুব্ধ দেশের বিভিন্ন মহল। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবি-সহ অসংখ্য সাধারণ মানুষ। অভিজিত্ মুখোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করেছেন তাঁর বোন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। এই মন্তব্যে তিনিও বিস্মিত। তিনি বলেন, “আমাদের পারিবারিক শিক্ষা এমন নয়। বাবাও দিল্লির ঘটনার নিন্দা করেছেন। দাদার সঙ্গে কথা বলব। আমি দাদার হয়ে ব্যাক্তিগত ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।” তবে সাংসদ নিজেও সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলের কাছে নিঃশর্তে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি বলেন, কারও মনে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। ধর্ষণের ঘটনা কখনই সমর্থনযোগ্য নয়। তবে কেন্দ্র সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তাই সাধারণ মানুষকে আরও একটু সহনশীলতা দেখাতে অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্ত্রীর বিরুদ্ধে প্রাণ নাশের হুমকির অভিযোগ
বহরমপুরের একটি বেসরকারী সংস্থার ম্যানেজারকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে। অভিযোগে অভিযুক্ত রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। টাকা আদায়ের চেষ্টায় কাজ বন্ধ করে দেওয়া এবং সংস্থার সরঞ্জাম ভাঙচুরের হুমকি দেওয়া হয় মন্ত্রীর তরফে। হুমায়ুন কবীরের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ জানানো হয় থানায়। থানা থেকে এই অভিযোগ তুলে নিতে সংস্থার ম্যানেজারকে টেলিফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। প্রাপ্য টাকা আদায়ের চেষ্টায় তর্কাতর্কির জেরে এই ধরণের মন্তব্য তিনি করেছেন বলে স্বীকার করেছেন মন্ত্রী। তাঁর এই মন্তব্য করা ঠিক হয়নি বলেও মেনে নিয়েছেন তিনি। ফোনে হুমকির রেকর্ড জমা পড়েছে পুলিশের কাছে। দু’পক্ষের বয়ান ক্ষতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।

জাতীয় উন্নয়ন বৈঠক থেকে ওয়াক আউট জয়ললিতার
জাতীয় উন্নয়ন বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তাঁর ভাষনে উদ্বেগ প্রকাশ করেছেন দেশে বাড়তে থাকা ধর্ষণের ঘটনায়। একই সঙ্গে রাজ্যগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করতে অনুরোধ জানান তিনি। এই বৈঠকে সামিল দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতৃত্ব। দেশের উন্নয়নের ক্ষেত্রে তাঁরাও তাঁদের মতামত জানাবেন এই বৈঠকে। কিন্তু শুরুতেই বৈঠক থেকে ওয়াক আউট করেন এআইএডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এআইএডিএমকে সুপ্রিমোর অভিযোগ তাঁর বক্তব্যের মাঝ পথেই বেল বাজিয়ে তাঁকে থামিয়ে দেওয়া হয়। রাজ্যের জনপ্রতিনিধি হিসাবে মত প্রকাশে বাধা দেওয়া হয়েছে বলে তাঁর অভিমত। কেন্দ্র সরকার জাতীয় উন্নয়নে রাজ্যের মতামত শুনতেই আগ্রহী নয় বলে অভিযোগ করেন তিনি।

ওভারহেড তার ছিঁড়ে বিঘ্নিত ট্রেন চলাচল
ওভারহেড তার ছিঁড়ে সকাল থেকে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড শাখায়। ঘটনাটি ঘটেছে বর্ধমানের শাখার বেলানগর স্টেশনে। অপর দিকে দেবীপুরে মালগাড়ি উল্টে যাওয়ায় এখনও আংশিক বিঘ্নিত মেন লাইনের ট্রেন চলাচলও। একেই কুয়াশার কারণে প্রায় সবকটি ট্রেনই দেরিতে চলছে। তার উপর তার ছিঁড়ে যাওয়ায় নাজেহাল নিত্যযাত্রীরা। ওভারহেড তার মেরামতির কাজ চলছে। রেল পরিষেবা স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.