|
|
|
|
সব দফতরে কম্পিউটার চালুর উদ্যোগ খড়্গপুর পুরসভায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দেরিতে হলেও সমস্ত দফতরে কম্পিউটার রাখার উদ্যোগ শুরু হয়েছে খড়্গপুর পুরসভায়। এ জন্য পরিকাঠামো তৈরির কাজ চলছে। রাজ্য সরকার সবমিলিয়ে ১৬টি কম্পিউটার দিয়েছে পুরসভাকে। এগুলো কর, জন্ম- মৃত্যু, পরিকল্পনা, লাইসেন্স প্রভৃতি দফতরে রাখা হবে। এরফলে কাজের সুবিধে হবে বলে মনে করছেন পুর- কর্তৃপক্ষ। পুরসভার ভারপ্রাপ্ত পুরপ্রধান তুষার চৌধুরী বলেন, “রাজ্য সরকার ১৬টি কম্পিউটার দিয়েছে। এগুলো বিভিন্ন দফতরে রাখা হবে। কম্পিউটারে কাজ হলে অনেক সুবিধে হবে।” তাঁর কথায়, “এখন প্রয়োজন হলে সমস্ত তথ্য সময় মতো পাওয়া যায় না। কখনও কখনও এক জায়গার ফাইল অন্য জায়গায় রাখা থাকে। ভুলবশতই এমনটা হয়ে যায়। এরফলে অনেক সময় পুরকর্মীরাও সমস্যায় পড়েন। তবে, সব দফতরে কম্পিউটার থাকলে এমন সমস্যা আর হবে না। সময় মতোই সব তথ্য পাওয়া যাবে। তাতে কাজেরও সুবিধে হবে। অনলাইনে এক দফতরের তথ্য প্রয়োজনে অন্য দফতরে পাঠানোও যাবে।” পুর- কর্তৃপক্ষের দাবি, সব দফতরে কম্পিউটার রাখার জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। এ কাজ দ্রুত গতিতেই চলছে। ভারপ্রাপ্ত পুরপ্রধানের কথায়, “পরিকাঠামো তৈরির অধিকাংশ কাজ হয়ে গিয়েছে। কিছু বাকি রয়েছে। ওই কাজও যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চলছে।” এ জন্য পুরকর্মীদের একাংশকে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরসভার উদ্যোগেই এই প্রশিক্ষণ চলছে। খড়্গপুর পুরসভায় প্রায় ২৯৭ জন স্থায়ী কর্মচারী রয়েছেন। প্রায় ৭৯ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন। প্রয়োজন মতো এঁদের একাংশকে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে তুষারবাবু জানান। তাঁর কথায়, “সমস্ত দফতরে কম্পিউটার থাকলে শুধু কর্মীদের নয়, বিভিন্ন কাজ হাতে নিয়ে যাঁরা পুরসভায় আসেন, তাঁদেরও সুবিধে হবে। তাঁদের আর বেশিক্ষন অপেক্ষা করতে হবে না।” আপাতত, ১৬টি কম্পিউটার এসেছে। তবে সমস্ত দফতরে কম্পিউাটার রাখতে হলে আরও ৬টি কম্পিউটার প্রয়োজন বলে পুরসভা সূত্রে খবর। বিষয়টি রাজ্য সরকারকেও জানানো হয়েছে। |
|
|
|
|
|