চা বাগান থেকে উদ্ধার হওয়ার পরে ছোট্ট খাঁচাতে বড় হচ্ছিল তারা। দীর্ঘ সাত বছর পর তারা কিছুটা হলেও মুক্তির স্বাদ পেল। এক কিমি এলাকা জুড়ে খয়েরবাড়ি রেসকিউ সেন্টারের এনক্লোজারে ছাড়া হল তিন চিতাবাঘকে। সাত থেকে নয় বছর বয়সী ওই চিতাবাঘগুলিকে চা বাগানের নালা থেকে উদ্ধার করে বন দফতর গরুমারা রেসকিউ সেন্টারের খাঁচায় রাখা হয়। অক্টোবর মাসে তাদের খয়েরবাড়ি রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট খাঁচায় ঠাই হয়। তাদের সোমবার তাদের বড় এনক্লোজারের ভেতর স্থানান্তরিত করা হয়। বড় এনক্লোজারে থাকা সীমা ও রেখা নামে ১৬ বছর বয়সী চিতাবাঘ দুটিকে অন্যত্র নেওয়া হয়।
|
লোকালয়ে ঢুকে ৪০টি বাড়িতে ভাঙচুর চালাল বুনো হাতির পাল। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ধুবুরি জেলার মানকাচর থানার ঝনঝনি জঙ্গল লাগোয়া গ্রামে ঘটনাটি ঘটে। দাঁতালের দলটি দেখে গ্রামবাসীরা অনেকেই ভয়ে পালিয়ে যান। ঘরদোর ভেঙে জমি থেকে সদ্য-কাটা ধান খেয়ে নেয় হাতির পাল। বনরক্ষীদের দল ঘটনাস্থলে যাওয়ার আগেই হাতির পাল জঙ্গলে চলে যায়। ধুবুরির ডিএফও মহিবুল আহমেদ জানান, প্রতিদিন পাহারা দিয়েও দলটিকে আটকানো যাচ্ছেনা।
|
চলতি বছরে বিষ্ণুপুর মেলায় লোকসাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের একটি মঞ্চে পুরোদস্তুর ব্যবহার করা হচ্ছে সৌরবিদ্যুৎ। দূষণ রোধে ও পরিবেশ-বান্ধব বিদ্যুৎশক্তির ব্যবহারের জন্য গ্রামে সচেতনতা বাড়াতে এই ব্যবস্থা বলে জানিয়েছে রাজ্য সরকার। মঞ্চে লোকশিল্পীদের অনুষ্ঠানের মাধ্যমেও বিকল্প শক্তির সুবিধা নিয়ে মানুষকে বোঝানো হচ্ছে। মন্ত্রী, স্থানীয় বিধায়ক ও বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান বিকল্প শক্তির ব্যবহারে সচেতনতা প্রসারে উদ্যোগী হয়েছেন। প্রশাসনকে এই কাজে সহযোগিতা করছে ‘দ্য ফোর্স ফর রুরাল এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইকনমিক ডেভেলপমেন্ট’ (ফ্রিড) নামে এক সংস্থা।
|
ওড়িশার চিলিকায় নলবনের পাখিরালয়ে দু’সপ্তাহের জন্য পর্যটকদের প্রবেশ নিষেধ করল বন দফতর। বন বিভাগ জানিয়েছে, এই সময় চিলিকায় পাখির সংখ্যা সব চেয়ে বেশি হয়। হিমালয়, কাস্পিয়ান সাগর, সাইবেরিয়া প্রভৃতি অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা আসে। তারা এই হ্রদের প্রায় এক হাজার বর্গ কিলোমিটার জুড়ে থাকে। |