মহকুমা ক্রীড়া সংস্থা ও অরবিন্দ সঙ্ঘ আয়োজিত বিএল অগ্রবাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হয় গুটগুটপাড়া আদিবাসী ক্লাব। তারা মহিশীলা স্কুল মাঠে আড়াডাঙা এমবিজিকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আরএ ঘুটঘুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল আদিবাসী কৃষক সঙ্ঘ। সোদপুর আদিবাসী পঞ্চগ্রাম মাঠে তারা এদিন প্রথম সেমিফাইনালে ইলেভেন বুলেটকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২।
|
মরিচ কোটা মাঠে ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল দোমহানি একাদশ। তারা চিত্তরঞ্জন জাগৃতি সঙ্ঘকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে চিত্তরঞ্জন ৯ উইকেটে ১০১ রান তোলে। জবাবে দোমহানি ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল গৌরান্ডি একতা সঙ্ঘ। শিবতলা মাঠে তারা ৩২ রানে আইপিএসসি মিহিজামকে হারায়। প্রথমে ব্যাট করে গৌরান্ডি ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে আইপিএসসি সব উইকেট হারিয়ে ১২২ রানের বেশি তুলতে পারেনি। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৫ রান এবং বল হাতে এক উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হন বিজয়ী দলের বাবাই বাগ।
|
বক্তারনগর এফএ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল বাবুইসোল কলোনি। তারা কাজোড়াকে ৪৪ রানে হারায়। প্রথমে বাবুইসোল ১৩২ রান করে। জবাবে কাজোড়া ৮৮ রানে শেষ হয়ে যায়। |