দুই ভারতীয়কে ফেরাতে চেষ্টা প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ‘অপহৃত’ দুই কৃষককে উদ্ধারের ব্যাপারে বিএসএফের সঙ্গে বৈঠক করবেন কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী। বিএসএফের গুয়াহাটির আইজি পি কে বহাল মঙ্গলবার কোচবিহারে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কোচবিহার সফরের পরে বিএসএফের সঙ্গে ওই ব্যাপারে বৈঠক হবে। বুধবার শীতলখুচির পুটিয়া বারমাসিয়া সীমান্ত গ্রামের বাসিন্দা নগেন বর্মন ও মনোরঞ্জন রায়ের পরিবারের লোকজন কোচবিহারে গিয়ে জেলা প্রশাসনের কাছে ওই দুজনকে উদ্ধারের আর্জি জানাবেন বলে তাঁদের পরিবার সূত্রে জানানো হয়েছে। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “বিএসএফের সঙ্গে কয়েক দফা কথা বলেছি। ঊর্ধ্বতন কর্তাদেরও ঘটনার কথা জানানো হচ্ছে।” বিএসএফ সূত্রের খবর, এ দিন পাগলিমারি বিওপি-র কাছে ধূমেরখাতা এলাকায় মন্টু বর্মন নামে ভারতীয় কৃষক কাঁটাতারের বেড়ার ওপারে চাষের কাজে গিয়ে অস্ত্রধারী দুই বাংলাদেশের বাসিন্দাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনা জেনে বিএসএফ পাশে দাঁড়ায়। শুক্রবার শীতলখুচির সীমান্ত এলাকায় কাঁটাতারের গেট পেরিয়ে ওই দুই ভারতীয় কৃষক জমিতে চাষের কাজ গেলে বাংলাদেশি দুষ্কৃতীরা কিছুক্ষণের ব্যবধানে তাঁদের অপহরণ করে বলে অভিযোগ। রবিবার ওই ব্যাপারে পুলিশের কাছে মিসিং-ডায়েরি করে বাড়ির লোকেরা। সোমবার গ্রামবাসীরা বাংলাদেশি দুষ্কৃতীরা মনোরঞ্জন ও নগেনবাবুকে অপহরণ করেছেন বলে লিখিত অভিযোগ জানান। নগেন বর্মনের ভাই টিকেন বর্মন বলেন, “ভাইকে কী ভাবে ফিরে পাব বুঝতে পারছি না। বিডিওকে বলেও সেভাবে লাভ হয়নি। তাই বৃহস্পতিবার কোচবিহারে জেলাশাসকের অফিসে গিয়ে দুই জন কেই উদ্ধারের আর্জি জানাতে চাইছি।” |
উৎসবের সুরে মিলল দুই বাংলা
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
বুধবার কোচবিহারে ভাওয়াইয়া উৎসবের উদ্বোধনে মন্ত্রী উপেন বিশ্বাস। ছবি: হিমাংশুরঞ্জন দেব। |
বড়দিনে দুই বাংলার শিল্পীদের নিয়ে ভাওয়াইয়া উৎসবে মাতল তুফানগঞ্জের দেওচড়াই। মঙ্গলবার দেওচড়াই হাইস্কুল চত্বরে দুই দিনের উৎসবের উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। উৎসবের আয়োজক নায়েব আলি (টেপু) স্মরণ সমিতির সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, রাজবংশী অ্যাকাডেমির চেয়ারম্যান প্রসেনজিৎ বর্মন, মনীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ রায় প্রমুখ। উদ্যোক্তারা জানান, খ্যাতনামা ভাওয়াইয়া শিল্পী নায়েব আলি ওরফে টেপু মিঁয়ার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে টানা চার বছর ধরে ভাওয়াইয়া উৎসব হচ্ছে। এবারের অনুষ্ঠানে ওপার বাংলার বিভূতিভূষণ বর্মা, মৌসুমী আখতার ছাড়াও এপার বাংলার তুলসী সরকার, পারভিন সুলতানা ছাড়াও অসমের শিল্পীরাও থাকছেন। |
পুলিশকর্মীকে গুলি করে খুন রতুয়ায়
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মাথায় গুলি করে এক পুলিশকর্মীকে খুন করা হয়েছে। মালদহের রতুয়া থানার দেবীপুরের ঘটনার। রমৃতের নাম দুর্জয় সিংহ (৩৬)। তিনি কলকাতা পুলিশের কনস্টেবল ছিলেন। বাড়ি থেকে এক কিমি দূরে একটি আমবাগান থেকে তাঁর দেহ মেলে। ১৫ দিনের ছুটি নিয়ে তিনি দেবীপুরে বাড়িতে যান। সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি ওই এলাকাতেই পিকনিক করছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ কর্মীকে খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেছেন, “খুনের কারণ এখনও স্পষ্ট নয়।” স্ত্রী শিল্পিতা দেবী ও দুই ছেলেমেয়ে রয়েছে। ছেলেমেয়েদের নিয়ে দিনদুয়েক আগে তিনি বালুরঘাটে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন শিল্পিতা দেবী। সোমবার সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান দুর্জয়বাবু। অনেক রাতেও ফেরেননি। মোবাইল ফোনও বন্ধ ছিল। এ দিন সকালে আমবাগানে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। |
তিন দিনের সফরে আজ উত্তরে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • মালবাজার ও কোচবিহার |
আজ, বুধবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, আবহাওয়া ঠিক থাকলে দুপুরের বিমানে বাগডোগরা নেমে মুখ্যমন্ত্রী কোচবিহারের উদ্দেশে রওনা হবেন। রাতে হয় চাপড়ামারি বনবাংলো, না হলে কোচবিহার সার্কিট হাউসে থাকার কথা রয়েছে তাঁর। পর দিন সকালে কোচবিহারের পুন্ডিবাড়িতে কৃষি ঋণ মেলার উদ্বোধন করবেন তিনি। রাতে কোচবিহারে না-থাকলে ফের চাপড়ামারিতেও ফিরতে পারেন তিনি। পর দিন, বৃহস্পতিবার নাগরাকাটায় ইউরোপিয়ান ক্লাবের মাঠে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন তিনি। সেখানে মাদ্রাসার ছাত্রীদের, আদিবাসী পড়ুয়াদের মধ্যে সাইকেল বিলি করার কথা তাঁর। পাট্টা বিলি, ঋণ দেওয়া সহ নানা কাজের সূচনাও হওয়ার কথা। পরদিন, শুক্রবার মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা। |
শীতের কামড় দক্ষিণ দিনাজপুরে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
গত চার দিন ধরে প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণ দিনাজপুর। সূর্যের দেখা নেই। সেই সঙ্গে চলছে ঠান্ডা হাওয়া। মঙ্গলবার ঘন কুয়াশা কেটে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। সঙ্গে প্রবল ঠান্ডা হাওয়া বইতে থাকায় তাপমাত্রা অনেকটাই নেমে যায়। অনেকেই বিরূপ আবহাওয়া দেখে বনভোজনের সিদ্ধান্ত বাতিল করে দেন। আবহাওয়া দফতর সূত্রের খবর, এ দিন বালুরঘাটের তাপমাত্রা সাড়ে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এখনও পর্যন্ত দিনটি বছরের শীতলতম দিন। টানা রোদহীন আবহাওয়ায় আলু চাষের ক্ষতির সম্ভাবনা দেখছে কৃষি দফতর। |
লজে ব্যবসায়ীর দেহ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
এক চালকল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ একটি বেসরকারি লজ থেকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকার ঘটনার। মৃতের নাম অঞ্জন বিশ্বাস (৩৯)। বাড়ি শহরের সাহেবকাছারি এলাকায়। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ঋণ শোধ করতে না পেরে হতাশা থেকে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান। বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী বলেন, “গত চারদিন ধরে তিনি ভুয়ো পরিচয় দিয়ে বিশ্বাসপাড়া এলাকার ওই লজে একটি ঘর ভাড়া নিয়ে ছিলেন।” মৃতের দাদা বিশ্বজিৎবাবু জানান, অনেক টাকা ঋণ নিয়েও ব্যবসায় লোকসান হওয়ায় ভাই ভেঙে পড়েছিল। ঋণশোধ করব বলে ওঁকে আশ্বস্তও করি। ও ভরসা রাখতে পারল না। এ দিন সকালে লজের কর্মীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে জানান। এ দিন শহরের সমস্ত লজ এবং বেসরকারি অতিথিশালায় হানা দিয়ে নথি খতিয়ে দেখে পুলিশ। ডিএসপি উত্তম ঘোষ বলেন, “কোনও অতিথি সম্পর্কে সন্দেহ হলে পুলিশকে জানাতে বলা হয়েছে।” |