চিকিৎসায় গাফিলতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ উঠল শক্তিনগর জেলা হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। ক্ষুব্ধ রোগীর পরিজনেরা কোতায়ালি থানায় এ ব্যাপারে নালিশ জানিয়েছেন। অভিযোগ, সকাল পৌনে ন’টা নাগাদ কৃষ্ণনগর সন্ধ্যাপাড়ার বাসিন্দা সুশীল নন্দী (৫১) কে চিকিৎসক তপন বন্দ্যেপাধ্যায়ের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার পর জরুরি বিভাগের এক ডাক্তারবাবু কিছু ওষধ লিখে দিয়েছিলেন। তারপর রোগীর অবস্থা ক্রমেই অবনতি হলেও বার বার ডাকা সত্ত্বেও ‘অন কল’ ডিডটিতে থাকা ডাক্তার তপন বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি। সুশীলবাবুর ভাইপো রাজা নন্দী বলেন, “ডাক্তারবাবুকে ডাকা সত্ত্বেও উনি আসেননি। কার্যত বিনা চিকিৎসায় জ্যাঠা মারা গেলেন।” তিনি বলেন, “উলটে জ্যাঠা মারা যাওয়ার ঘণ্টা দুয়েক পর এসে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।” চার ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর একজন রোগী বিনা চিকিৎসায় মারা যাওয়ার ‘অন কলে’ থাকা ডাক্তারবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্ত চিকিৎসক তপনবাবুর সাফ জানিয়েছেন, “পর পর এ ভাবে অন কল ডিউটি করা আমার পক্ষে অসম্ভব। তা ছাড়া আমাকে যে কলবুক পাঠানো হয়েছিল তার কোনও প্রমাণ নেই।” হাসপাতালের সুপার দেবব্রত দত্ত বলেন, “এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। তদন্ত করে তার রিপোর্ট স্বাস্থ্য দফতরে পাঠিয়েছি। এ বারও তাই করব।”
|
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ ৪৫
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিয়েবাড়ির বাসি খাবার খেয়ে অসুস্থ হলেন প্রায় ৪৫ জন গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রামের সামসাবাদ গ্রামে ঘটনা। অসুস্থ গ্রামবাসীদের প্রথমে নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩২ জনের চিকিৎসা চলছে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসাবাদ গ্রামের বান্দারপাড়ার শেখ আজিজের বাড়িতে সোমবার রাতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে পরিবারের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা ছিল। সোমবার রাতে খাওয়ার পর বিরিয়ানির কিছুটা উদ্বৃত্ত হয়। সেই বিরিয়ানি মঙ্গলবার সকালে খান কয়েকজন আত্মীয়, প্রতিবেশী। দুপুর ১টা নাগাদ তাঁদের মধ্যে অধিকাংশই অসুস্থ হয়ে পড়েন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কালীদাস দত্ত বলেন, “খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। বিষক্রিয়ার কারণ জানতে তদন্ত হবে।”
|
স্বাস্থ্যপরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ইসিএলের শোনপুর বাজারি প্রকল্পের উদ্যোগে চিচুড়িয়া বেলডাঙা মাঝিপাড়ায় বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল মঙ্গলবার। ৬৭ জন স্বাস্থ্য পরীক্ষা করান। তাঁদের বিনা খরচে ওষুধ দেওয়া হয়েছে।
|
সম্প্রতি গ্রামীণ চিকিৎসকদের সম্মেলন হল দাসপুরের বেলেঘাটার নন্দ যোগেন্দ্র ভবনে। রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রফুল্ল বেরা, অরুণ খাঁড়া, নিতাই পাত্র, বিদ্যুৎ মাইতি-সহ সংগঠনের প্রায় শতাধিক সদস্য।
|