আজ হলদিয়া পুরসভার বোর্ড মিটিংয়ে বাম কাউন্সিলরদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মিটিং শুরুর আগে থেকেই পুরসভার গেট আটকে বিক্ষোভ শুরু করে তৃণমূল সমর্থকেরা। আটকে দেওয়া হয় সিপিএমের চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠের গাড়ি। একজন কাউন্সিলরকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেও পুলিশের তরফ থেকে কোনও প্রকার সাহায্য মেলেনি বলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তমালিকা পণ্ডা শেঠ। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে এলাকা উন্নয়ন-সহ আরও নানা দুর্নীতির অভিযোগেই তাদের এই অবস্থান-বিক্ষোভ।
|
আজ মরসুমের শীতলতম দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। এই নিয়ে গত ১০ বছরে ডিসেম্বরে তৃতীয় বার তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নামল। উত্তর ভারতে এখনও শৈত্যপ্রবাহ অব্যাহত। সকাল থেকেই ঘন কুয়াশার কারণে বিভিন্ন জায়গায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। শীতের দাপট চলছে দক্ষিণবঙ্গেও। গতকাল উত্তরপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। আজ দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৩ ডিগ্রি। অন্যদিকে বাঁকুড়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি। তাপমাত্রার পারদ নেমেছে পুরুলিয়াতেও ৬.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল-দুর্গাপুরে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঘূর্ণাবর্ত সরে গেলেই উত্তুরে হাওয়ার দাপটে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
|