যানজটের ফাঁসে নাকাল শামুকতলা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
নেই বাসস্ট্যান্ড। রিকশা দাঁড়াবে সেই জায়গাও নির্দিষ্ট নেই। রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে বাস, ট্যাক্সি, অটো, ট্রেকার, রিকশা। যানজটে নাকাল দশা হয়েছে শামুকতলা এলাকার বাসিন্দাদের। বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, বাসস্ট্যান্ড তৈরির দাবি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সমস্যার কথা অস্বীকার করেননি শামুকতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার ঘোষ। যদিও তিনি উদাসীনতার অভিযোগ অস্বীকার করে বলেন, “বাস ও ট্যাক্সি স্ট্যান্ড গড়ে তোলা জরুরি। জমির সমস্যার জন্য ওই কাজ করা সম্ভব হচ্ছে না। জমির খোঁজ চলছে। পাওয়া গেলে কাজ শুরু করতে দেরি হবে না।” সপ্তাহে অন্য দিনগুলিতে রাস্তা পারাপার সম্ভব হলেও শুক্রবার হাটবারের দিন চলাফেরার কোনও উপায় থাকে না। রাস্তার পুরোটা চলে যায় বাস, অটো, ট্যাক্সির দখলে। দুর্ঘটনার কবলে পড়েন বাসিন্দারা। তার উপরে রয়েছে যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ থাকে। শামুকতলা এলাকায় দুশোর বেশি অটো চলাচল করে। ট্রেকার রয়েছে একশোর বেশি। রয়েছে ট্রাক, বাস, বাইকের দাপাদাপি। দাঁড়ানোর নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় অঘোষিত ভাবে রাস্তাকে স্ট্যান্ড করে নিয়েছে। শামুকতলা হয়ে আলিপুরদুয়ার যান কয়েক হাজার মানুষ। আশপাশে রয়েছে ১১টি চা বাগান। সেখানকার শ্রমিকরাও ওই রাস্তা দিয়ে যান। যানজটের কারণে তাঁদেরও ভোগান্তির শেষ থাকে না। ফাঁসখোয়া, জয়ন্তী, রায়ডাক, ছিপরা ও হাতিপোতার মতো পর্যটন কেন্দ্র রয়েছে এখানে। যানজটে বিপাকে পড়েন পর্যটকেরাও। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বলেন, “সমাধান খুঁজে বার করা সম্ভব হচ্ছে না। চেষ্টা চলছে।” |
দিল্লিতে অন্তর্ভুক্তির দাবি জানাবে মোর্চা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে (জিটিএ) দ্রুত তরাই ও ডুয়ার্সের অন্তর্ভুক্তির দাবি জানাবে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। আজ, বুধবার দিল্লিতে জিটিএ নিয়ে সচিব পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে মঙ্গলবার মোর্চার সাধারণ সম্পাদক তথা জিটিএ সদস্য রোশন গিরি ও দার্জিলিঙের বিধায়ক ত্রিলোক দেওয়ান দিল্লি গিয়েছেন। এলাকা অন্তর্ভুক্তি ছাড়াও পাহাড়ের যুবকদের আধা সামরিক বাহিনীতে অগ্রাধিকার, তফশিলি জাতির বাসিন্দা ছাড়া বাকি পাহাড়ি বাসিন্দাদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দাবিও মোর্চা নেতারা জানাবেন। এ দিন বাগডোগরা বিমানবন্দরে রোশন গিরি বলেন, “এর আগে দুই দফায় জিটিএ নিয়ে সচিব পর্যায়ের ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। জিটিএ গঠনের পর এটাই প্রথম বৈঠক। আমরা মূলত তরাই-ডুয়ার্সের মৌজাগুলি অন্তর্ভুক্তির দাবি জানাব। সেই সঙ্গে রাজ্যের তরফে বিভিন্ন দফতর যাতে জিটিএ-র হাতে আসে, সেই বিষয়ে রাজ্যকে আরও তৎপর হওয়ার অনুরোধ করা হবে।” |
সিটুর সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
আগামী ১২ এবং ১৩ জানুয়ারি মালবাজারে সিটু’র চা বাগান মজদুর সভার কেন্দ্রীয় কমিটির সম্মেলন হবে। প্রথমদিন প্রকাশ্য সম্মেলনে যোগ দেবেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। জলপাইগুড়ি সিটুর জেলা সম্পাদক জিয়াউল আলম জানান, বর্তমান পরিস্থিতি সম্পর্কে চা মজদুরদের সচেতন করে আন্দোলন শুরু করার উদ্দেশ্যেই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। |
উদ্ধার শিশু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অসুস্থ শিশুকে ঝাঁড়ফুকের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাল পুলিশ। সোমবার কালচিনি চা বাগানের টালি লাইনের ঘটনা। ওঝাকে খুঁজছে পুলিশ। ভিকি ওরাঁও নামে আট বছরের শিশুর চামড়ায় সংক্রমণ হয়। কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে চিকিৎসা না-হওয়ায় সংক্রমণ বাড়ে। সোমবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। |
জমেছে রাসমেলা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
জমে উঠেছে শামুকতলা রাসমেলা। রবিবার ৩৭ তম এই রাসমেলা উদ্বোধন করেন শামুকতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাহাবিয়াম কিস্কু। দু’সপ্তাহ মেলা চলবে। মেলা কমিটির সম্পাদক পবন রাই জানিয়েছেন, দেরিতে হলেও মেলা শুরু হয়েছে। |