• বাঁকুড়া সুপার ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন হল লোকপুর মহাবীর ক্লাব। টুর্নামেন্টের উদ্যোক্তা ছিল বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা। সম্প্রতি বাঁকুড়া স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হয়। কেশড়া ফুটবল কোচিং সেন্টারকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে লোকপুর মহাবীর ক্লাব। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবপ্রসাদ সেনগুপ্ত বলেন, “মোট ৯টি দল যোগ দিয়েছিল।”
• সোনামুখী ক্রিকেট আকাডেমির পরিচালনায় ‘মনোরঞ্জন পাল ও মেনকাদেবী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হয়ে গেল। ১০টি দল যোগ দিয়েছিল। ফাইনাল ম্যাচে সোনামুখীর এবিসিডি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর ইয়ংবেঙ্গল ক্লাব।
• ময়ূরেশ্বর লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত ১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পারুলিয়া তরুণ সঙ্ঘ। ঢোলকাটা সিধো-কানহু উইহার গাঁওতাকে পারুলিয়া ১-০ গোলে হারায়। ম্যাচের সেরা হন জয়ী দলের ভোলানাথ বন্দ্যোপাধ্যায় এবং রানার্স দলের মিঠুন মাড্ডি প্রতিযোগিতার সেরা হয়েছেন। গত ২৩ ডিসেম্বর ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ ব্লক যুব কল্যাণ আধিকারিক চরণ পাল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনীল ঘোষ, বিশিষ্ট প্রাক্তন ফুটবলার শঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সেনাকর্মী রাধাগোবিন্দ ঘোষ, লোকপাড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক সুভাষচন্দ্র ঘোষ প্রমুখ। ক্লাবের ক্রীড়া সম্পাদক কেশব ভাণ্ডারী জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৯ হাজার ও ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
• আলাপী সঙ্ঘ পরিচালিত ৬ দলীয় ইলামবাজার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল ইলামবাজারের র্যাবেল রাউজিং। ২৩ ডিসেম্বর স্থানীয় সুখবাজার পশুহাট সংলগ্ন মাঠে ওই খেলা হয়। ১০ ওভারের এই খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে র্যাবেল রাউজিং ৫ উইকেটে ১৫৩ করে। জবাবে জয়দেব লায়নস্ রাইডার সব উইকেট হারিয়ে ৯ ওভার ৩ বলে ৯৫ রান করে। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন জয়ী দলের স্বরূপ দেবনাথ ও শেখ কামরুল। মাঠে হাজির ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ইলামবাজারের বিডিও অনিরুদ্ধ নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদর্শন ভট্টাচার্য, স্থানীয় পঞ্চায়েত প্রধান কৃষ্ণ হাজরা প্রমুখ। আয়োজক সংস্থার কোষাধ্যক্ষ বাবলু সাহানা জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৫০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
• বোলপুর টাউন ক্লাব পরিচালিত চার দলীয় ধীরানন্দ নায়ক স্মৃতি ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল বর্ধমানের পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমি। তারা সাত পয়েন্ট সংগ্রহ করে। ৫ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। গত ২২ ডিসেম্বর ক্লাবের মাঠে ফাইনাল খেলা হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের লাল্টু হেমব্রম। মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম, বোলপুরের উপপুরপ্রধান নরেশচন্দ্র বাউরি, জেলা প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যান রাজা ঘোষ, স্থানীয় সাইস্যাজের ডিরেক্টর নিমাই বসু প্রমুখ।
• সিউড়ি কেন্দ্রীয় বিদ্যালয়ের পরিচালনায় ২০ ও ২১ ডিসেম্বর স্থানীয় ইরিগেশন কলোনির মাঠে হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ৩০টি ইভেন্টে ১৭১ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। মাঠে উপস্থিত ছিলেন সদর মহকুমাশাসক চন্দ্রকান্ত রায়চৌধুরী, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ মণ্ডল, জেলা বনাধিকারিক কে এস মানকর, ডেপুটি মেজিস্ট্রেট মহম্মদ এহেসন, স্কুলের প্রধান শিক্ষক বিনোদকুমার বেহেরা প্রমুখ।
• ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পরিচালনায় আজ বুধবার থেকে বীরভূমে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৫ সিএবি আন্তঃমহকুমা ক্রিকেট লিগ। সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। বীরভূমের তিনটি মহকুমা-সহ হাওড়া জেলার দু’টি মহকুমা এতে যোগ দিয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে উলুবেড়িয়া ও রামপুরহাট। |